সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 জীবননামচা


জবা ভট্টাচার্য 


এক

      শুরু থেকেই জীবন ঠিকঠাক শিখিনি
      আজকাল অনেক কথাই ফিরিয়ে নিতে হয়
      বদলাতে হয় মত
      আজ পৌঁছলাম যেখানে 
      হয়তো পৌঁছানোর কথা ছিলো গতকাল। 

দুই

      স্বপ্নের নথিপত্র ছিঁড়ে বুকের জমি পুড়িয়েছি বলে
      প্রেম ভালোবাসা দুঃখ সুখ আজ জীবাশ্ম  হয়ে
      বুকেই গুমরে  মরে অবিরাম। 

তিন

       যে রাত্রির  ভেতর আমার  বাস
       তার উপকূলে ছুঁড়ে ফেলা লোকের বসত
       এখানে  চিরকালীন রাত
       ভেজা মাটি খামচে শুনি দুঃখের ধারাপাত।

চার

        ওয়েস্ট পেপার বাস্কেটে জমে ওঠা
        স্তুপাকার  কথার খোসা গল্প  কবিতা
        অদ্ভুত শব্দহীনভাবে  হাসে
        ওদের নিয়ে আজ আর মগ্নতা আসে না।

0 comments: