সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.



হৃদয়ে রবীন্দ্রনাথ 

অজিতা মিত্র 


"রবীন্দ্রনাথ ঠাকুর" নামেই মধুর ছন্দ বাঁধা,

শুধু বাঁধা নয়, একদম পাকা স্বরমাত্রিকে সাধা!

সেই সে মহান কবির স্মরণে আমার দু'চার কথা,

যার সাথে হয় ঘুমে জাগরণে হৃদয়ের কথকতা। 

অন্তরে যেন পুরোটা জুড়েই রবীন্দ্রনাথ নাম,

কবিতা ও গানে দোলা দেয় প্রাণে, বেঁচে থাকি অবিরাম। 


তাঁর দর্শন দৃষ্টি দিয়েছে, সসীমে অসীম দেখি;

বুকের পাঁজরে রুখে দিতে পারি কঠিন কালবোশেখি! 

বিষাদের দিনে প্রেম-পূজা গানে, নিষ্প্রাণে জাগে প্রাণ;

বাংলার বুকে, মগজে, মননে মিশে আছে তাঁর গান।

স্রষ্টার কৃপা বাংলার মাটি দিয়েছে আমায় ঠাঁই; 

মায়ের ভাষায় বোল শিখে প্রাণে রবীন্দ্রনাথ পাই। 


সকলের প্রতি কত মমতায় কত আবেগের লেখা!

গল্পে ও গানে, ছড়া, কবিতায় গভীরে ডুবতে শেখা।

সেই তো শিখেছি, তোমাতে জেনেছি ভালোবাসা কারে কয়;

তোমাকেই যেন ভালোবেসে এই হৃদয়ের নদী বয়।

হৃদয়ে হৃদয় রেখে মিশে আছ যেন অনুভূতি হয়ে; 

তুমি না থাকলে জড় জীবনেই হয়তো যেতাম ক্ষয়ে। 

0 comments: