সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
হৃদয়ে রবীন্দ্রনাথ
অজিতা মিত্র
"রবীন্দ্রনাথ ঠাকুর" নামেই মধুর ছন্দ বাঁধা,
শুধু বাঁধা নয়, একদম পাকা স্বরমাত্রিকে সাধা!
সেই সে মহান কবির স্মরণে আমার দু'চার কথা,
যার সাথে হয় ঘুমে জাগরণে হৃদয়ের কথকতা।
অন্তরে যেন পুরোটা জুড়েই রবীন্দ্রনাথ নাম,
কবিতা ও গানে দোলা দেয় প্রাণে, বেঁচে থাকি অবিরাম।
তাঁর দর্শন দৃষ্টি দিয়েছে, সসীমে অসীম দেখি;
বুকের পাঁজরে রুখে দিতে পারি কঠিন কালবোশেখি!
বিষাদের দিনে প্রেম-পূজা গানে, নিষ্প্রাণে জাগে প্রাণ;
বাংলার বুকে, মগজে, মননে মিশে আছে তাঁর গান।
স্রষ্টার কৃপা বাংলার মাটি দিয়েছে আমায় ঠাঁই;
মায়ের ভাষায় বোল শিখে প্রাণে রবীন্দ্রনাথ পাই।
সকলের প্রতি কত মমতায় কত আবেগের লেখা!
গল্পে ও গানে, ছড়া, কবিতায় গভীরে ডুবতে শেখা।
সেই তো শিখেছি, তোমাতে জেনেছি ভালোবাসা কারে কয়;
তোমাকেই যেন ভালোবেসে এই হৃদয়ের নদী বয়।
হৃদয়ে হৃদয় রেখে মিশে আছ যেন অনুভূতি হয়ে;
তুমি না থাকলে জড় জীবনেই হয়তো যেতাম ক্ষয়ে।
0 comments:
Post a Comment