সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
বাবুয়ানি
ছোটন গুপ্ত
আমি আগডুম টাগডুম বাজাই
নিজের কাজের ঢাক,
ধন্যি ছেলে মানেন সবাই
আমার মাথায় নধর টাক।
আমি মাস মাইনে যা পাই—
তাতে কষ্টে কাটে দিন,
সারাটা দিন আড্ডা বিলাই
আমি আপিসে কামহীন।
আমি তেমন কিছু খাইনে ভায়া
দু-চার আনার ঘুষে,
তোমায় নীতির মেলা গপ্পো শোনাই
আহাঃ হাড্ডি মটন চুষে।
লোকটা আমি ব্যস্ত বেজায়
দেশের ভাগ্য ভেবে,
সবাই যখন আখের গোছায়—
কী পাই আমার জেবে ?
আমি মাঝেমধ্যে ধর্ম চাপাই
বিধর্মীদের বাড়-এ,
আর দাঙ্গা যদি ঘরেই লাগে-
আমি পালাবো নিঃসাড়ে।
ভাবছো আমার মাথামোটা
মোষ তাড়াবো মাঠে ?
নিজেই নিজের ঢাক পিটে যাই
নিত্য পথে ঘাটে ।।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment