সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
শিকড়ের টান
ত্রিপর্ণা রায়
ব্যালকনিতে চেয়ারে হেলান দিয়ে শহরটার দিকে তাকায় নীলা। একটুও অন্ধকার নেই কোথাও। অন্ধকারের স্পর্শ পেতে আরামে চোখ বুজল। জোনাকির দল খোঁজ নিতে এসেছে, ব্যাঙও ডাকছে। অঝোরে বৃষ্টি এল, লম্ফের আলোয় পাশের মানুষটাকেও রহস্যময় লাগছে। মায়ের আঁচলে মুখ লুকালো নীলা। ওমা, বৃষ্টির পর চাঁদমামা বেরিয়ে পড়েছে। আলো-আঁধারিতে ভয়ার্ত চোখ তখন বাঁশঝাড়-কলাগাছের চন্দ্রস্নান দেখছে। ঠাম্মার ডাক তখনই, মাটির গোলা উনুনের পাশে রাখা গরমভাতের সুবাসে তখন ম ম করছে রান্নাঘর। গিন্নীমার ফোনে ঘুমটা ভেঙে গেল, ফেরার ডাক এসেছে। ভরানদীর বানে বাবা- মাকে হারিয়ে স্থান হয় হোমে। শিশির ভেজা ভোর, নির্জন দুপুরের পানকৌড়ির স্নান কিংবা কালবৈশাখী ঝড় পেরিয়ে নীলা এই শহরের ভিড়ে হারিয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষের সরলতা,তার প্রতি গিন্নীমার টান এগুলো এত বছরেও বদলায়নি। ভুল ছিল ওরই। এবার নিশ্চিত ফিরবে ওই মেঠোপথে শিকড়ের টানে।
0 comments:
Post a Comment