সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
বাংলা ভাষার জন্ম বৃত্তান্ত
শম্পা চক্রবর্তী
" আমার ভায়ের রক্ত রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি"হ্যাঁ, ১৯৫২সালের এই দিনে বাংলা কে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিতে শহীদ হন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেক তরুণ। ২০১০ খ্রিস্টাব্দে ৫ই আগস্ট জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
আজ আমি ছোটো একটি প্রচেষ্টায় আমাদের প্রিয় বাংলাভাষার জন্ম ইতিহাস পর্যালোচনা করব-
সমস্ত পৃথিবীর প্রায় ৪০০০ভাষাকে তুলনামূলক ভাষাতত্ত্বের পদ্ধতির মাধ্যমে ১২টি ভাষা বংশে বর্গীকৃত করা হয়েছে। এই ভাষা বংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো -"ইন্দো ইয়োরোপীয় "বা মূল আর্য ভাষাবংশ। কারণ, এই বংশের প্রাচীন ভাষা-সংস্কৃত, গ্রিক, লাতিন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা। ডক্টর পরেশচন্দ্র মজুমদার বলেছেন যে" সম্প্রতি হয়তো বাঙলা ভাষা হাজার বছরে পা দিয়েছে... কিন্তু বংশ কৌলীন্যে তা পৃথিবীর এক মহান ভাষা পরিবারের উত্তরাধিকার অর্জন করেছে। "
এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ হল বাংলা ভাষার আদি উৎস। এই ভাষা গোষ্ঠীর লোকেরা তাদের আদি বাসস্থান দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে আনুমানিক ২৫০০খ্রীস্ট পূর্বের সময় পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এর ফলে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ১০টি প্রাচীন ভাষার জন্ম হয়। এই ভাষা গুলির মধ্যে অন্যতম প্রধান হল "ইন্দো ইরানীয়"; এই শাখাটি আবার দুটি উপশাখা তে বিভক্ত হয়ে যায়-১. ইরানীয়, ২.ভারতীয় আর্য। ভারতীয় আর্য শাখাটি আনুমানিক ১৫০০খ্রীস্টপূর্বাব্দে ভারতে প্রবেশ করে। যীশু খ্রীষ্টের জন্মের প্রায় দেড় হাজার বছর আগে থেকে যীশু খ্রীষ্টের জন্মের পর প্রায় দুই হাজার বছর পর্যন্ত-ভারতীয় আর্য ভাষার সাড়ে তিন হাজার বছরের ইতিহাস কে বিবর্তনের স্তর ভেদে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়েছে-
ক.প্রাচীন ভারতীয় আর্য
খ. মধ্য ভারতীয় আর্য
গ. নব্য ভারতীয় আর্য
প্রাচীন ভারতীয় আর্যের কথ্যরূপ ছিল-প্রাচ্য, উদীচ্য,মধ্য দেশীয় ও দাক্ষিণাত্য। এই কথ্যভাষা গুলি লোক মুখে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় পরিবর্তিত হলে মধ্য ভারতীয় আর্য ভাষার জন্ম হল। প্রাকৃত ভাষা বিবর্তনের তৃতীয় স্তরে অপভ্রংশ ভাষার জন্ম হল; এবং অপভ্রংশ থেকে শেষ স্তরে জন্ম হল অবহট্ঠের।
অপভ্রংশ অবহট্ঠের পরে ভারতীয় আর্য ভাষা তৃতীয় যুগে পদার্পণ করল।এই সময় একটি অপভ্রংশ অবহট্ঠের থেকে একটি নব্য ভারতীয় আর্য ভাষার জন্ম হল;যেমন ১.পৈশাচী অপভ্রংশ অবহট্ঠের থেকে পঞ্জাবী;২.মাহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ঠের থেকে মারাঠি;৩.শৌরসেনী অপভ্রংশ অবহট্ঠের থেকে হিন্দি;৪.অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ঠের থেকে অবধী ;৫.মাগধী অপভ্রংশ অবহট্ঠের থেকে বাংলা ভাষার জন্ম হল।
আনুমানিক ৯০০থেকে ১০০০ খ্রিস্টাব্দের মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার জন্ম হল এবং একটি নব্য ভারতীয় আর্য ভাষা রূপে বাংলা ভাষা এখনও জীবন্ত রয়েছে।
0 comments:
Post a Comment