সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
28,047
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
মানবতার ক্ষয়
রতন নস্কর
বলতে পারো ?বলতে পারো?
যুদ্ধ কেন হয়?
যুদ্ধ আনে ধ্বংসলীলা
মানবতার ক্ষয় ।
যুদ্ধ ঘটায় দেশের ক্ষতি
সবাই বলে ভুল,
আদিমতার বহিঃপ্রকাশ
বিষবৃক্ষের ফুল।
যুদ্ধ কাড়ে নারী পুরুষ
মানব শিশুর প্রাণ,
যুদ্ধবাজরা শুনতে কি পাও?
প্রভাত পাখির গান।
বন্ধ করো নিধন যজ্ঞ
লৌহ পেশীর বল,
সব হারিয়ে মায়ের চোখে
ঝরছে দেখো জল।
ভালোবাসার আলোয় রাঙা
বিশ্বপিতার ঘর,
যুদ্ধ কেবল বিভেদ শেখায়
আপন যে হয় পর।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment