সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 বন্ধু 

রোনক বন্দ্যোপাধ্যায় 


সাইকেলে চড়ে বহুদূর চলে যাওয়া,
আমার স্মৃতিতে আছড়ে পড়ছে ঢেউ;
এক জীবনে পাল্টেছে কত আবহাওয়া,
মনখারাপে তবুও হাসি ফুটিয়েছে কেউ।

উৎস নিছকই ভিন্নতা পুষে রাখে,
প্রয়োজনমতো নদীও গতিপথ পাল্টায়;
বিকেলের আলো সকলে একসাথে মাঠে,
বন্ধুর স্থান ধ্রুবকের পর্যায়।

ক্রিকেট মাঠে তাড়াহুড়ো করে ছোটা,
কোচিং ক্লাসে একসাথে মশকরা;
ভাগ্যের চাকায় কখনও নামা ওঠা,
হাত বাড়ালেই ছুটে আসে বন্ধুরা।

উদ্ভিদের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে,ব্রায়োফাইটার থাকে না কোনো মূল;
বন্ধু মানেই বাগানের কোণে ফুটে থাকা সুগন্ধি এক ফুল।

0 comments: