সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


চিত্রঃঅঙ্কুর রায় 



আসবে সুদিন স্বপ্নরঙিন 

ভবানীপ্রসাদ মজুমদার 


সাত সকালেই প্যান্ডেলেতে  ঢ্যাম কুড়া কুড় বাজনা বাজে 

একটা মেয়ে মলিন মুখে বাবুর বাড়ি যাচ্ছে কাজে । 

এই মেয়েটাই পাঁচ বাড়ী রোজ কাপড় কাচে, বাসন মাজে 

তুই বল মা, ওর কি এমন লকডাউনে নাচা সাজে ? 

ঢ্যাম-কুড়া-কুড়,ঢ্যাম-কুড়া-কু্‌ড়, ঢ্যাম-কুড়া-কুড় , ঢ্যাম-কুড়া-কুড় 

সবার জীবন কবে হবে সুর-সুমধুর, সুখ-ভরপুর 

সন্ধ্যে হলেই আরতি হয় ঢং-ঢং-ঢং শব্দ আসে

করোনা -কাতর এই মেয়েটা দাঁড়িয়ে দূরে, পথের পাশে , 

ছোট্ট মেয়ে দেখছে চেয়ে , সেও তো পুজো ভালোবাসে 

তুই বল মা, খুব দুখীও, কেমন করে একটু হাসে,  

ঢ্যাম-কুড়া-কুড়,ঢ্যাম-কুড়া-কু্‌ড়, ঢ্যাম-কুড়া-কুড় , ঢ্যাম-কুড়া-কুড় 

সবার জীবন কবে হবে সুর-সুমধুর, সুখ ভরপুর ? 

যে ছেলেটা কাঁই-না-না-না কাঁসর বাজায় ঢাকের সাথে 

গ্রামটা যাদের তলিয়ে গেছে ডাইনি-আমপানের বিশাল-হাঁ-তে 

মনের মোড়ে, কান্না জোড়ে, হৃদয় পোড়ে যন্ত্রনাতে 

তুই বল মা, ও কি করে তোর পুজোতে মজায় মাতে ? 

ঢ্যাম-কুড়া-কুড়,ঢ্যাম-কুড়া-কু্‌ড়, ঢ্যাম-কুড়া-কুড় , ঢ্যাম-কুড়া-কুড় 

সবার জীবন কবে হবে সুর-সুমধুর, সুখ-ভরপুর ? 

দেখবে কবে এমন তবে নাচছে সবাই তাক-ধিনা ধিন  ?

আলো-আশার ভালোবাসায় হৃদয় হবে রত্নরঙিন । 

সব দ্বেষ-রেষ যাবে হয়ে শেষ, বিশ্ব হবে করোনাবিহীন 

ভুলে জাতপাত হাতে রেখে হাত, কেটে যাবে রাত মৃত্যুমলিন । 

সবার মুখেই ফুটবে হাসি, মন থেকে ভয় হবেই বিলীন 

স্বপ্ন সবার সত্যি হবে তাক-ধিনা-ধিন  তাক-ধিনা-ধিন

আসবে সুদিন, স্বপ্নরঙিন, দুঃখবিহীন, উদ্বেগহীন ।।  

3 comments:

Amaresh Biswas said...

বাস্তব সামাজিক প্রেক্ষাপটে আশায় বুক বাঁধার একটি সুন্দর ছড়া।

সমরেশ হালদার said...

অতি সুন্দর লেখনী। আমি মুগ্ধ।

ANKUR ROY said...

আমরা সবাই সেই সুদিনের আশায় আছি। আমরা গর্বিত অসুস্থতা নিয়েও প্রিয় কবি এমন কবিতা উপহার দিয়েছেন।