সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 প্রতিবাদ হোক

অমরেশ বিশ্বাস 


নির্ভয়াতে উত্তাল দেশ

হয়েছিল কি তোলপাড় 

যারা মণীষার অত্যাচারী 

রায় কি হবে সেই সাজার?

মণীষা তো দলিত মেয়ে

মিছিল কোথায় দেশ জুড়ে

গভীর রাতে চিতার সাথে

ছাই হয়ে যায় সব পুড়ে।

নির্ভয়াও মেয়ে ছিল

দলিত ছিল না তো সে

ভাবব কি তাই সমস্ত দেশ

সেদিন ছিল তার পাশে।

মনুবাদের শাসন কায়েম

তবে হয়ে গেলই ভাই

মূলনিবাসী ভারতবাসী 

উঠতে হবে গর্জে তাই।

মণীষা বোন ওই পশুদের

মরল সয়ে অত্যাচার 

নির্ভয়া বিচার পেয়েছে

সেও যেন পায় সেই বিচার।

এমন অত্যাচার দেখে তো

যায় না চোখের জল রোখা

সুবিচার কি মরীচিকা?

যোগী দিতে চায় ধোকা।

একোন ভারত উঠছে জেগে

এমন ভারত চাইনি কেউ

আজ ভারতের কোণে কোণে

প্রতিবাদের উঠুক ঢেউ।

হোক প্রতিবাদ দিকে দিকে

জাগুক সেই ভারত আবার

যেথায় সবাই ভারতবাসী 

নেই প্রয়োজন ভয় পাবার।

0 comments: