সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
সত্যজিৎ রায় ও তাঁর সাংস্কৃতিক সত্তা
মিত্রা হাজরা
ছু--ঊ-- ঊ--ঊ/ছু মন্তর যন্তর ফন্তর
হর বিমারী দূর করন্তর
সাত সমন্দর বারা বন্দর
চালিস চুহা ছে ছুছুন্দর
ছু--ঊ--ঊ--ঊ---
জোর গলায় লোক ডাকছে হারুন তার খেলা দেখাবে---অবাক হয়ে দেখছে ফটিক, মনে আছে সেই দৃশ্য! লেখক হিসাবে ছোটদের জন্য যে সাহিত্য রচনা করে গেছেন সত্যজিৎ রায় তার তুলনা মেলা ভার। আট থেকে আশি সকলেই তাঁর লেখার ভক্ত। লেখক হিসাবে সত্যজিৎ রায়ের জনপ্রিয়তা যেমন বিস্ময়কর, তেমন ই চমকপ্রদ তার বিষয় ও স্বাদের বৈচিত্র্য। একটা রচনার সাথে অন্য রচনার তুলনা চলে না।
তুখোড়, মেধাবী, অসামান্য পর্যবেক্ষণ শক্তির অধিকারী ও অসীম সাহসী গোয়েন্দা ফেলুদার এক একটি রহস্য এক এক রকমে সমাধান আমাদের মোহিত করে রাখে। আমরা ভক্ত হয়ে যাই ফেলুদার। পাশাপাশি বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডাইরির পাতা থেকে উঠে আসে বিচিত্র রোমাঞ্চকর কাহিনী, যা পড়ে আমরা মুগ্ধ হই। অজস্র গল্প লিখেছেন, কত অজানা বিষয়, অচেনা মানুষ ---এক একটা গল্প বাংলা সাহিত্যের এক একটি নতুন কীর্তি স্তম্ভ। শুধু মৌলিক রচনা তেই নয়, অনুবাদ সাহিত্যে ও তাঁর রচনার উৎকর্ষ তা আমাদের বিস্মিত করে।
উপেন্দ্র কিশোরের পৌত্র, সুকুমার রায়ের পুত্র হয়ে যে সৃষ্টি শীল কাজে নিজেকে সারাজীবন ব্যপ্ত রেখেছেন---তা গৌরবের। আবার চলচ্চিত্রে বিশ্বের দরবারে তার শিল্পকর্ম কে যেভাবে উপস্থাপিত করেছেন, তা অগণিত সিনেমা প্রেমী দের মনের মণিকোঠায় ঠাঁই পেয়েছেন। একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, লিপি কলাবিদ, অঙ্কনশিল্পী, সাহিত্যিক সত্যজিৎ রায় এক বিস্ময়। অসাধারণ পাণ্ডিত্য আর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। বিশ্বে তিনি একজন আইকন। ভারতের বাইরে মার্টিন স্কোরসেজি, জেমস আইভরি, আব্বাস কিয়ারোস্তামি, ওএলিয়াকাজান এর মত চিত্র নির্মাতারা. তাঁর দ্বারা প্রভাবিত হয়েছেন।
ভি এস নইপাল -- তাঁর শতরঞ্জ কে খিলাড়ী র একটি দৃশ্য দেখে বলেছেন--- only three hundred words are spoken but goodness terrific things happen.
তাঁর চলচ্চিত্র এর উপর লেখা প্রবন্ধ গুলো ও অনবদ্য। --আওয়ার ফিল্মস্ দেয়ার ফিল্মস্, বিষয় চলচ্চিত্র, একেই বলে শুটিং---আমরা চলচ্চিত্রের নানা অনুষঙ্গ বিষয়ে জানতে পারি এই গুলো পড়ে। একটা ছড়ার ব ই লিখেছেন--তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। ছোট বড় সকলের ভালোলাগে ছড়াগুলো পড়তে।
গোয়েন্দা কাহিনীর উপর ছোটদের জন্য চলচ্চিত্র ---সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ আজ ও মুগ্ধ হয়ে দেখি। আর উপেন্দ্র কিশোরের ছোটদের জন্য লেখা গল্পের চলচ্চিত্রায়ণ---গায়ক গুপী আর ঢোলবাদক বাঘার ভূতের রাজার বর পেয়ে কান্ড কারখানা তাক লেগে যায় আমাদের, মনে হয় এ রকম একটা ভূত পেলে মন্দ হতো না, বর আদায় করে ছাড়তাম।
1992---সালে তিনি চলচ্চিত্রে অবদানের জন্য অস্কার পুরস্কারে ভূষিত হন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্মান সূচক ডিগ্রী দেন। ভারত সরকার তাঁকে 'ভারতরত্ন' উপাধিতে ভূষিত করেন। পরিশীলিত মনন, তীক্ষ্ণ ধী শক্তির অধিকারী সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাঁর শিল্পকর্ম ও ব্যক্তিত্বের মূল্যায়ন হয়ে চলেছে এখন ও,যা পরবর্তী প্রজন্ম এর কাছে প্রেরণা স্বরূপ।
**বিভিন্ন পত্রপত্রিকা থেকে তথ্য সংগ্রহ।
0 comments:
Post a Comment