সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

চিত্রঃঅঙ্কুর রায় 


মেঘের মতো বন্ধু 

টুম্পা মিত্র সরকার


মেঘ হয়েছে বন্ধু আমার 

ডাকলে কাছে আসে

ঘাসফড়িঙের রোদবিকালে

আমায় ভালোবাসে ৷


মেঘ হয়েছে বন্ধু আমার

সেবার বর্ষাকালে

ডাহুক ডাকা সপ্তসুরে

লাগলে হাওয়া পালে ৷


মেঘ হয়েছে বন্ধু আমার

খুশির সীমা নাই

মেঘের সাথে যোগীর বেশে

অচিন দেশে যাই ৷


মেঘ হয়েছে বন্ধু আমার

কিশোর বেলার বেশে

আহ্লাদিত মনের ভিতর

শ্যামল মায়ায় হেসে ৷




মেঘ মতো বন্ধু রে তুই

বন্ধু হয়েই থাক

জলপদ্যে উঠুক ভরে

জীবন নদীর বাঁক ৷

0 comments: