সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
তোমার জন্য
তাপস বন্দ্যোপাধ্যায়
তোমার জন্য উঠোনজুড়ে আমন্ত্রণের আলো
আশাবরীর কোমলতায় ধৈবতে সুর রাখা
তোমার জন্য তেঁতুলপাতায় দুঃখ বাঁটোয়ারা
পরাগরেণু তোমার জন্য নীল সোহাগে মাখা।
তোমার জন্য মেঘ জমেছে আটপৌরে মাঠে
গার্হস্থ প্রেম ভিজবে বলে একলা বিকেলবেলা
তোমার জন্য চন্দন ঘ্রাণ শ্রীকৃষ্নকীর্তনে
অপেক্ষাতে তোমার জন্য লখীন্দরের ভেলা।
তোমার জন্য কলজেছেঁড়া রক্তপলাশ নিয়ে
জ্যোৎস্না ভেজা সন্ধে নামে অন্ধগলির কোণে
বিষ ও বিষাদ তোমার ছোঁয়ায় অমৃতময় গান
সদা ফাগুন তোমার জন্য হৃদয় বিজ্ঞাপনে।
Subscribe to:
Posts (Atom)
2 comments:
অসাধারণ লিখেছেন। যেমন ছন্দ, তেমনই শব্দচয়ন।
অপরূপ ছন্দভরা মিষ্টি কবিতা -'সদা ফাগুন তোমার জন্য হৃদয় বিজ্ঞাপনে'।
Post a Comment