সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
তেমনই আমার রবীন্দ্রনাথ
তাপস বন্দ্যোপাধ্যায়
পাখিরা যেমন আপন কুলায়
চরণ চিহ্ন যেমন ধুলায়
জ্যোৎস্না যেমন চাঁদের শোভায়
তেমনই আমার রবীন্দ্রনাথ
বুকের পাঁজরে রেখায় লেখায।
খরা যেমন বৃষ্টি কে চায়
নদী যেমন সাগরে হারায়
সূর্য যেমন নিখিল ধরায়
তেমনই আমার রবীন্দ্রনাথ
একফালি রোদ মনের চড়ায়।
ভোর যেরকম রাতের কোলে
ছন্দ যেমন কাব্যে দোলে
বালি যেমন তটে চিকচিক
তেমনই আমার রবীন্দ্রনাথ
খেয়াল খুশীর শিশু ভোলানাথ
আঁধার পথের আলোর পথিক।
তারা যেরকম আকাশের গায়
লতা যেরকম গাছকে জড়ায়
শিশির যেমন ঘাসের আগায়
তেমনই আমার রবীন্দ্রনাথ
প্রতি নিঃশ্বাসে, রক্তে, শিরায়।
ছায়া যেরকম কায়ার তলায়
গান যেরকম বাউল গলায়
মা যেরকম ঘরের মায়ায়
তেমনই আমার রবীন্দ্রনাথ
গীতবিতানের সুরের ধারায়।
অমল যেমন মুক্তি পিয়াসী
ফটিক যেমন ছুটি প্রত্যাশী
ঝর্ণা যেমন সুরঝংকারে ঠাসা
তেমনই আমার রবীন্দ্রনাথ
শঙ্কিত রাতে বরাভয় হাত
সব নিরাশায় প্রত্যয়ী আশা।।
1 comments:
দারুণ লেখা। খুব ভালো লাগলো।
Post a Comment