সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 মধুমিতা 

 সুদীপ কুমার চক্রবর্তী


মধুমিতা ! উড়ার স্বপ্ন তোমার ও দীঘল দুচোখে।

এই ছিন্ন হৃদয়সুত্র উপেক্ষার রূপক মাত্র
সরে যাওয়া হাত - শূন্যতার অভিঘাত।
এই বর্ষা মঙ্গল মিলিয়েছে সুর বৃষ্টির ফোঁটায়
মেঘলা মনে স্মৃতি ঝরে পড়ে অবিরত।

উন্মুখ বলাকার মতো ছুটে গেছি অবলুপ্ত দিগন্তের কাছে। 
প্রতিক্ষণে এক অব্যক্ত ভাষা কি যেন বলতে চেয়েছে তোমাকে।
আড়ষ্ট হয়েছে জিভ নির্বাক হেমন্তের বিষন্ন দাওয়াতে।

সেই চেনা নদীপথ দেখো আজ কত নির্বিকার !
তরঙ্গের হাতছানি নেইতো কোথাও
হালভাঙা নৌকা ভাসছে দিশাহীন কুয়াশায় নিঃসঙ্গ প্রভাতে।

আমাদের চিন্তার পরিসর আরও দূরে বনপথে প্রসারিত হোক - একদিন তো এই অরণ্যেই মিশে যেতে হবে - 
সুদূরের রোদ্দুরে মৌন ছায়াপথে।
প্রজাপতি উড়ে যাবে সব  -সায়াহ্নের শেষ যাত্রাপথে।

মধুমিতা ! সময় সন্ধানী তুমি যাযাবর নীলকন্ঠ পাখি।
ডানাতে ও এঁকেছো নীলাকাশ - এবার
নির্দ্বিধায় উড়ে যাও ছায়াপথে আকাশগঙ্গায়।

শুধু হৃদয় কোরকে রেখো আমাদের নির্জন গোপন স্বাক্ষর
শেষ অঙ্কে আমার এই সামান্য অভিলাষ !

0 comments: