সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.



সম্প্রীতিবোধ

    তাপস বন্দ্যোপাধ্যায়

    

নিজেই ভেঙ্গেছ ছবি ঐতিহ্য দর্পণের

কাব্য তার কতটুকু ধরে?

নখের আঁচড়ে যেদিন ছিঁড়েছিলে

নিমগ্ন কারো আজানের সংলাপ

উৎসর্গ  কারো মাড়িয়ে মাড়িয়ে

যখন মেতেছিলে বহ্নি উল্লাসে আর

প্রতিহিংসার ছাই উড়ছিল হাওয়ায়

সেসব দৃশ্য দেখেছিল পাখি একান্ত উড়ানের কালে

পাখিরাও তো পাখি নয়,রুপক ডানায় তারা

আসমুদ্র হিমাচল বায়ু কেটে কেটে

ঠোঁটে তুলে নেয় দিনাতিপাতের কুটো

রুটি আর ক্ষুদকুঁড়ো তুলে দেয় সন্তানের মুখে।

আবহমানের খিলান ভেঙ্গেছ নিজে

রক্তে ভিজেছে পায়ের তলার মাটি

হেলায় লুটোয় সংবিধানের পাতা

রাতের মুখোশ সকালে গিয়েছে খুলে

দেখিয়ে ফেলেছ সকল গোপন মুদ্রা

আর কোনো রহস্য নেই তোমাদের মৌল অবয়বে।

এখন অলস মগজ কিছু তোমাদের সম্বল

কবরে দাঁড়িয়ে অবুঝ বিহঙ্গ খোঁজ

পাখিরা আসবে কেন 

ডানায় তাদের সূর্যকরোজ্জল ঘাম

 তাদেরও সম্প্রীতিবোধ আছে

শিসের মাধুর্যে আছে শুদ্ধসারং।

শুধু সেই প্রলয়দর্শী পাখি

যে দেখেছে অনুকূল দিন কী ভাষায় মলিন

প্রত্যয়ের পাখসাটে বলে যায়

মৃত এ ধর্মের দেশে বিষজর্জর মানচিত্র নিয়ে তবু

প্রতিদিন কিছু লাঙলের গরিমা মাখা হাত

বাঁকা চাঁদ কাস্তে ও কোদালের স্ফুলিঙ্গ মাখা হাত

কাঁধে কাঁধ ধামসা ও মাদল বাজান হাত

সম্প্রীতির বেহুলা মান্দাসে মান্দাসে আজো

ভেসে যায় দৈনন্দিনের গাঙ্গুর যাত্রায়

বহুস্বর প্রাণপ্রতিষ্ঠায়। 

0 comments: