সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
সম্প্রীতিবোধ
তাপস বন্দ্যোপাধ্যায়
নিজেই ভেঙ্গেছ ছবি ঐতিহ্য দর্পণের
কাব্য তার কতটুকু ধরে?
নখের আঁচড়ে যেদিন ছিঁড়েছিলে
নিমগ্ন কারো আজানের সংলাপ
উৎসর্গ কারো মাড়িয়ে মাড়িয়ে
যখন মেতেছিলে বহ্নি উল্লাসে আর
প্রতিহিংসার ছাই উড়ছিল হাওয়ায়
সেসব দৃশ্য দেখেছিল পাখি একান্ত উড়ানের কালে
পাখিরাও তো পাখি নয়,রুপক ডানায় তারা
আসমুদ্র হিমাচল বায়ু কেটে কেটে
ঠোঁটে তুলে নেয় দিনাতিপাতের কুটো
রুটি আর ক্ষুদকুঁড়ো তুলে দেয় সন্তানের মুখে।
আবহমানের খিলান ভেঙ্গেছ নিজে
রক্তে ভিজেছে পায়ের তলার মাটি
হেলায় লুটোয় সংবিধানের পাতা
রাতের মুখোশ সকালে গিয়েছে খুলে
দেখিয়ে ফেলেছ সকল গোপন মুদ্রা
আর কোনো রহস্য নেই তোমাদের মৌল অবয়বে।
এখন অলস মগজ কিছু তোমাদের সম্বল
কবরে দাঁড়িয়ে অবুঝ বিহঙ্গ খোঁজ
পাখিরা আসবে কেন
ডানায় তাদের সূর্যকরোজ্জল ঘাম
তাদেরও সম্প্রীতিবোধ আছে
শিসের মাধুর্যে আছে শুদ্ধসারং।
শুধু সেই প্রলয়দর্শী পাখি
যে দেখেছে অনুকূল দিন কী ভাষায় মলিন
প্রত্যয়ের পাখসাটে বলে যায়
মৃত এ ধর্মের দেশে বিষজর্জর মানচিত্র নিয়ে তবু
প্রতিদিন কিছু লাঙলের গরিমা মাখা হাত
বাঁকা চাঁদ কাস্তে ও কোদালের স্ফুলিঙ্গ মাখা হাত
কাঁধে কাঁধ ধামসা ও মাদল বাজান হাত
সম্প্রীতির বেহুলা মান্দাসে মান্দাসে আজো
ভেসে যায় দৈনন্দিনের গাঙ্গুর যাত্রায়
বহুস্বর প্রাণপ্রতিষ্ঠায়।
0 comments:
Post a Comment