সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,049
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 কেন যে বিষন্ন


গীতশ্রী সিনহা 


চিবুকের ঘাম মুছে নিয়ে যাবে ফিরে যাবে রোদ পাখি আকাশের দিকে 

 প্রভাতফেরিতে তুমি, যদি মনে বাইশে শ্রাবণ না, অন্য কিছু,

 তাহলে কি করবো আমি !  

রবীন্দ্রজয়ন্তী থেকে তোমার মুখ সরে গেলে সকালের আর থাকে না কিছুই 

 রাতভর শ্রাবণের বৃষ্টি হয়ে গেছে কাল, আজকে গাছের পাতা উজ্জ্বল সকালের রোদে 

তুমি গাছ হয়ে ওঠো... সবুজ ভেজাপাতার এমন সকাল

যদি বলো রেখে দিতে পারি আয়ুষ্মান জীবনের সমস্ত সঙ্কেতে...  

তবু... তবু , তুমি বুঝি আকাশের পাখি?  বারবার চলে যাও দূরে 

ডানাজুড়ে পাখিদের রঙ চোখ টানে... মুখে রোদ লেগে থাকে পুড়ে যায় মুখ 

 দেখি... দেখি তুমি কতো দূর  যেতে পারো ! 

কখনো যে চোখে আসে জল...  হারতে হারতে দেওয়ালে রেখেছি পিঠ 

 বড় বেশি কিছু কি চেয়েছি? 

শিকরে ঘটেছে পরমাদ বড় বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে 

 হাপিত্যেস বসে আছি, কবে তুমি অনাবিল আদরে ভড়াবে ... 


আচ্ছা এসব কথা থাক... 

অন্য কথা বলি... 

গতরাতের কথা বলি...!!!!! 

গতরাতে কথার ছলে প্রেমিকা হলাম নদীর মতো

তুমি প্রেমিক ছিলে ... ও - প্রান্তে

আচ্ছা বলো না, প্লিজ বলো... 

যেন তমসার তীরে শ্যাম আর রাধা 

ছিল গোপন আলিঙ্গন... সোহাগি আবেশ

ঠিক যেমন কাঁটা বেঁধার পর রক্ত ক্ষরণ... 

আচ্ছা, তুমি কি বুঝেছিলে ? আমি কিন্তু নিজেকে গুটিয়ে... 

 সূর্যাস্তের আবহমান দৃশ্যের দিকে ফিরে যাই... 

ফিরে যাই প্রাত্যহিকতার পরিচিত নিয়মে...

0 comments: