সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
কেন যে বিষন্ন
গীতশ্রী সিনহা
চিবুকের ঘাম মুছে নিয়ে যাবে ফিরে যাবে রোদ পাখি আকাশের দিকে
প্রভাতফেরিতে তুমি, যদি মনে বাইশে শ্রাবণ না, অন্য কিছু,
তাহলে কি করবো আমি !
রবীন্দ্রজয়ন্তী থেকে তোমার মুখ সরে গেলে সকালের আর থাকে না কিছুই
রাতভর শ্রাবণের বৃষ্টি হয়ে গেছে কাল, আজকে গাছের পাতা উজ্জ্বল সকালের রোদে
তুমি গাছ হয়ে ওঠো... সবুজ ভেজাপাতার এমন সকাল
যদি বলো রেখে দিতে পারি আয়ুষ্মান জীবনের সমস্ত সঙ্কেতে...
তবু... তবু , তুমি বুঝি আকাশের পাখি? বারবার চলে যাও দূরে
ডানাজুড়ে পাখিদের রঙ চোখ টানে... মুখে রোদ লেগে থাকে পুড়ে যায় মুখ
দেখি... দেখি তুমি কতো দূর যেতে পারো !
কখনো যে চোখে আসে জল... হারতে হারতে দেওয়ালে রেখেছি পিঠ
বড় বেশি কিছু কি চেয়েছি?
শিকরে ঘটেছে পরমাদ বড় বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে
হাপিত্যেস বসে আছি, কবে তুমি অনাবিল আদরে ভড়াবে ...
আচ্ছা এসব কথা থাক...
অন্য কথা বলি...
গতরাতের কথা বলি...!!!!!
গতরাতে কথার ছলে প্রেমিকা হলাম নদীর মতো
তুমি প্রেমিক ছিলে ... ও - প্রান্তে
আচ্ছা বলো না, প্লিজ বলো...
যেন তমসার তীরে শ্যাম আর রাধা
ছিল গোপন আলিঙ্গন... সোহাগি আবেশ
ঠিক যেমন কাঁটা বেঁধার পর রক্ত ক্ষরণ...
আচ্ছা, তুমি কি বুঝেছিলে ? আমি কিন্তু নিজেকে গুটিয়ে...
সূর্যাস্তের আবহমান দৃশ্যের দিকে ফিরে যাই...
ফিরে যাই প্রাত্যহিকতার পরিচিত নিয়মে...
0 comments:
Post a Comment