সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

গোপন প্রণয়ী

চন্দ্রানী গোস্বামী 

এখনও শরীরে বৃষ্টির নরম ছাঁটের মতো সুরম্য লেগে আছে।


যেভাবে নির্বিকল্পে 

জ্বেলে দিয়েছে সহস্র প্রদীপ

মাটির শরীরময়।


আমিও একদা তার পথের 

পরিণতি সেই...


নিঃশব্দে চেয়ে চেয়ে দেখি

তার ব্রীড়াবনত নিষ্কলঙ্ক কোমর,

পাশ ফিরে শুয়ে থাকার অপূর্ব ভঙ্গিমা।


এমনকি রোদেলা ছলেও 

সূর্য এসে ম্লান করে দিতে পারেনি

ওর উরুর কাছে শান্ত ঢেউ।


ও আশরীর ঘুমিয়ে থাক।


সকালের আগে যদি

স্বেচ্ছায় তাকায় আমার দিকে

গ্রীবার সরল ধূলি মিশিয়ে দেয় আমার বুকে

তারপর পাখির কোমল নিয়ে আশ্রয় চায় একটি বাসায়,


আমি ওকে ঘরে ফেরার নিটোল শব্দ শোনাব।



0 comments: