সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
সম্প্রীতি
জবা ভট্টাচার্য
বিকেলের ফুরিয়ে যাওয়া কমলা আলোয়
ঘন জীবনের কোণে কোণে গান ভরে ওঠে।
গান ভরে তুলসীতলার প্রদীপে শাঁখে
গান ভরে ভেসে আসা মসজিদের আজানে
গান ভরে গীর্জায়,গুরুদোয়ারা,বৌদ্ধবিহারে,
গান ভরে নীড়ে ফেরা পাখির কূজনে
গর্ভধানে শিষ আসে,দুধ জমে ধানে।
চারিদিকে এতো আলো,এতো হাসি গান
তবু বিকেলের ফুরিয়ে যাওয়া কমলা আলোয়
ঘন জীবনের কোণে কোণে কেন আগুন জ্বলে?
কেন মানুষের মুখ থেকে মুছে যায়
সোদরের পবিত্র সোহাগ?
এসো,কালো রাত্রির ডানার অসহ্য
ঝাপটানি উপেক্ষা করে হাতে রাখি হাত
সব যন্ত্রনার প্রাকার পার হয়ে,মানবিক হই ,
ভালোবাসার শান্তিবারিতে মুছে দিয়ে
ধর্মের ভেদরেখা
ঈশ্বরের পৃথিবীতে ছড়িয়ে দিই বসন্ত বাতাস।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment