সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
ভোট পরব
অরুণ
কেউ গরু কেউ ভেঁড়ার দলে
কিংবা কেউ সাজছে হনুমান,
লেজ উঠিয়ে, বুক ফুলিয়ে
কাটে কেউ ছিন্নমূল আর ধান।
সবাই সবার হিসাব দ্যাখে
সব নিজের মতো করে,
কেউ রাস্তায় কাগজ কুড়োয়
দু মুঠো ভাতের তরে।
মাথামোটা মূর্খদের ভিড়ে
প্রতিনিধি গরু ছাগলের দল,
রাজনীতি নামের দুর্নীতিতে
শুধু জাতি ধর্মই সম্বল।
শুনতে তো বেশ লাগছে ভালই
ষাট হাজার কোটি টাকা,
পেটের দায়ে মরুক না কেউ
হয়ে যাক রাজকোষটা ফাঁকা।
বাংলায় কেউ বিজেপি চায়
কারও দাবী বাংলার সন্তান,
কারও কিছু না রাইট গেলে
তিনি লেফটের দিকে যান।
লক্ষ্য সবার একটা শুধুই
শাসন থাকুক তাদের হাতে,
বছর পাঁচেক পেরিয়ে যাবেই
যত সব নানান অজুহাতে।
আবার তারা নামবে মাঠে
এই ভোট পরবের খেলায়,
অর্থনীতির মুছবে আলো
আপাতকালীন রাত্রি বেলায়।
চলছি হেঁটে ক্ষিদের পেটে
নিম্ন মধ্যবিত্ত জনগন
সরকার নাকি খুবই ভালো
হাওয়ার ট্যাক্স লাগেনা এখন।
বেশি কথায় GST জারি
অত্যাচারী ধর্ম নিশুল্কে পাবে,
কারও ঘাস, কারও পদ্ম বড়
অথবা সব কাস্তে কেটে যাবে।
সব শেষে সব নিপাত যাক
রাজনীতি রাজনেতার কলরব,
ক্ষুধার রাজ্যে তারা অমানবিক
শালা শুয়োরের বাচ্চা সব।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment