সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

অঙ্কনঃসৌমী চ্যাটার্জি রায়


 পুজোর ছুটি মামাবাড়ি

অঙ্কুর রায় 


সে ছিল এক দিন যখন বাজলে পুজোর ঘণ্টা ,

নতুন দেশে যাবার জন্যে হত না আকুল মনটা ।

পড়লে ছুটি যেত সবাই মায়ের বাপের বাড়ি ,

দাদু,দিদা,মামা,মামির আদর বাড়াবাড়ি ।


পড়া ছুটি,শাসন ছুটি,সব নিয়মের ছুটি ,

খেলা,ঘোরা,গল্প,খাওয়া, হাসি লুটোপুটি ।

পড়লে ছুটি মায়ের সাথে মামাবাড়ি যাওয়া ,

সারা বছর মনে মনে এই ছুটিটাই চাওয়া ।


মামা ছোটেন বাজার থেকে আনতে মাছের মুড়ো ,

মামি রাঁধেন সোনা মুগ ডাল,আলুভাজা ঝুরো ।

দিদা বসে রাঁধেন পায়েস,পাকান নাড়ু,মোয়া ,

দাদু বসে গল্প করেন - ভালোবাসার ছোঁয়া ।


দাদা,দিদির সাথে সারাদিন খেলা আর হৈচৈ ,

ভূভারতে এমন মজা পাবে তুমি আর কই ?

ধুনোর গন্ধ,মন্ত্র, শঙ্খ,ঘণ্টা,ঢাক আর কাঁসর,

পুজোর ছুটির মামাবাড়ির হাসিখুশির আসর ।


ওরা ভাইবোন মায়ের সাথে প্রতিবছরই আসে ,

বর্ষা শেষে আকাশ নীল, নদীচর ঢাকে কাশে ।

হাঁটতে হাঁটতে পেরিয়ে পাহাড় পৌঁছে যায় শেষে,

শালুক-ফোটা-দিঘি-ঘেরা শ্যামল বঙ্গদেশে ।


এখন সব পাহাড়ে যায়, কেউ সাগর বা অরণ্য,

মামাবাড়ির পুজোর ছুটি সে ছিল অনন্য ।

বছর বছর ওরা কিন্তু আসে মামাবাড়ি,

কৈলাস ছেড়ে মায়ের সাথে বহুদূর দেয় পাড়ি ।


ছোট্ট গণেশ মায়ের সাথে, সরস্বতী, লক্ষী,

কার্তিক দেখে অবাক চোখে ফুল, ফড়িং বা পক্ষী।

"আর কিছু পথ হাঁটলে পরেই মামাবাড়ির পাড়া,

ও কার্তিক দাঁড়ালি কেন ?" উমা দিচ্ছেন তাড়া ।


ঢ্যামকুড়াকুড় কাঁইনানা,ঢ্যামকুড়াকুড় কাঁইনানা,

ঢাক বাজছে সাথে কাঁসর,আজ আনন্দ, নেই মানা ।।

4 comments:

Amaresh Biswas said...

এমন সুন্দর পড়লে সত্যি মন ভরে যায়। মনে পড়ে যায় ছোটবেলার কত কথা। পুজো এখনও আছে, আছে আনন্দ। তবু বদলে গেছে কত কিছু।

সমরেশ হালদার said...

এক কথায় " সুন্দর " ।

ANKUR ROY said...

সত্যি দাদা অনেক কিছু বদলে গেছে। তবু পুজো একইরকম আছে।

ANKUR ROY said...

অশেষ ধন্যবাদ দাদা।