সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
বোকামো
অভিজিৎ চক্রবর্ত্তী
[পর্দা খুলল। মঞ্চ দুটি জোনে বিভক্ত। বাম জোনে আলো জ্বলছে। রতনের ঘর। সামনে
টেবিল চেয়ার এ বসে ডায়েরি তে কি লেখে]
রতন - সবাই আমায় বোকা বলে। বোকার হদ্দ । কেন সবাই আমায়
ঠকায়? সবাই বলে,আমি নাকি ঠকতে ভাল পারি।কিন্তু আমি’ত ঠকতে চাই না, তবু আমি ঠকে যাই। আমার
সোনা-প্রিয়াঙ্কা ও বলে,আমি নাকি খুব বোকা।
[জানলা দিয়ে একজন মুখ বাড়ায়।]
হকার- বাবু ,আসল মুক্তোর মালা
নেবেন?
রতন - ধুস ,আসল মুক্ত না ছাই ?আমি বোকা নই যে তুমি আমাকে আবার বোকা বানাবে।
হকার-আবার?
রতন -আমি বোকা নই।
হকার- না আর নয়। আমি জানি আপনি বোকা নন, তাইতো আপনাকেই এই মুক্তোর মালা
দিলাম।আপনি চালাক বলেই ত এই মুক্তোর মালা টা আপনার।
রতন - চালাক? (ভাবে আর নিজের
দিকে দ্যাখে)
হকার- অবশ্যই। তাইতো আপনাকে খুঁজে বার করেছি।
রতন - (আনন্দে) দাও- দাও- কত
দাম...।[জানালা দিয়ে হাত পেতে নেয়]
{লাইট কাট}
দৃশ্য- ২
[ডান জোনের আলো জ্বলে । প্রিয়াঙ্কার ঘর]
প্রিয়াঙ্কা- বোকার হদ্দ।
রতন- অ্যা?
প্রিয়াঙ্কা-বোকা- বোকা- বোকা ,কানে শুনতে পাওনা?
রতন- কেন?
প্রিয়াঙ্কা- ঝুটা কে যে সত্যি বলে সেতো বোকা।
রতন- ঝুটা ! কিন্তু সে যে বলল সত্যি ...
প্রিয়াঙ্কা- সত্যি তোমার মুণ্ডু ।বোকার হদ্দ । কি বুদ্ধু ?প্রেমিকাকে ঝুটা
মুক্ত দিচ্ছ? ইডিয়ট।
রতন- না প্রিয়াঙ্কা, আমার মন ...
প্রিয়াঙ্কা- বস্তা পচা আলু...,আর বাকিটা বললাম না।
{লাইট কাট}
দৃশ্য – ৩
[বাম জোনের আলো জ্বলে । রতন এখন রাস্তাতে]
রতন- (স্বগত) আবার বোকা! আবার বোকা হয়ে গেলাম।শেষে প্রেম নিবেদন করলাম ঝুটা দিয়ে!
জনৈক মানুষ- বাবু, বাবু দারুন সস্তা চলছে।দারুন সস্তা । একদম আসল।
রতন- ধুস ,ধুস সব ঝুটা । আমি বোকা।
জনৈক মানুষ- না বাবু, আমার জিনিস একদম আসল।
রতন- আমি জানি আমি বোকা ,আমি নেবনা ।
জনৈক মানুষ- বোকা দের জন্যই এটা।
রতন- কি?
জনৈক মানুষ-কৌশল।
রতন- কিসের?
জনৈক মানুষ-চালাক হওয়ার।
রতন- তাহলে প্রিয়াঙ্কা ...
জনৈক মানুষ- বলবে চালাক।
রতন- তাহলে?
জনৈক মানুষ- আসুন আমার সাথে।
রতন- কোথায়?
জনৈক মানুষ- চালাক হবার জগতে ।
{লাইট কাট}
দৃশ্য - ৪
[ডান জোনের আলো জ্বলে। রতন অফিসের ভেতরে ।সামনে টেবিল আর চেয়ার। টেবিলে
টেলিফোন।]
বস- এই যে ফোন,
যদি কেউ বলে –না
তুমি বলবে –হ্যাঁ,
রতন- আমার মুখের সাথে কথার
সামঞ্জস্য থাকবে, না থাকবে না?
বস- যেমন তুমি রাখবে তেমনি সে থাকবে।আমার শুধু বিক্রি নিয়ে কথা।
রতন- আর আমার আছে চালাক হবার স্বপ্ন আর বোকার হবার ব্যাথা।
বস- এখানে তো সেই স্বপ্ন-ই দেখাতে হবে।বানাতে হবে ছক।
রতন- আমায় তো হতে হবে না রাজহংস কিম্বা বক!
বস- না ,না এ এমন কল, টাকা আসবে
যেন জল।
রতন- আর আমি পাব তো তার কিছু তলাতল?
বস- নিশ্চয় ।তাই তো তুমি চালাক।
রতন- যারা বলত আমায় বোকা তারা সবাই ভাগ।
{লাইট কাট}
দৃশ্য- ৫
[বাম জোনের আলো
জ্বলে।প্রিয়াঙ্কার ঘর]
রতন- প্রিয়াঙ্কা ,দেখ সাত্যিকারের মুক্তো। আমি এনেছি শুধু তোমার জন্য।
প্রিয়াঙ্কা- তাই?(আনন্দে) কোথা থেকে কিনলে?
রতন- কেন ? তুমি জেনে খুশী হবে আমি চালাক হয়ে গেছি। তাই কলকাতার সব থেকে
দামি দোকান থেকে আমি এটা তোমার জন্য এনেছি।
প্রিয়াঙ্কা- (হার টা গলায় পরে) আমায় দারুন লাগছে , না?
রতন- দারুন।
[লাইট কাট]
দৃশ্য- ৫
[ডান জোনের আলো জ্বলে আর বাম জোনের আলো নিভে যায়।ডান জোন এ অফিস এর
ছবি দেখা যায়]
জনৈক মানুষ- {কাকুতি} আমার টাকা চাই। আমাকে প্লিস টাকাটা দিন। আমার চাই।
রতন- টাকা তো পাবেন। বস বলেছেন ,টাকা সবাই পাবে।
জনৈক মানুষ- কি বলেছেন আমি শুনতে চাই না।আমার ছেলের অপারেশান কাল ,আমার
টাকা আজ চাই। আপনি কি বলছেন?
রতন- টাকা পাবেন?
জনৈক মানুষ- পাব? আমি আপনার মুখ চেয়ে আছি।আমি শুধু আপনার সাথে কথা বলেই
টাকা টা রেখে ছিলাম ।আপনাকে বিশ্বাস করেছি। আমার টাকা তো ম্যাচিওর হয়ে গেছে। ও
টাকা না পেলে আমার ছেলেটাকে বাঁচান যাবে না।আমি ওকে কেমন করে মরতে দিতে পারি?
রতন- আপনি পাবেন। আমি কথা দিলাম।
জনৈক মানুষ- আপনাকে আমি বিশ্বাস করেছি কারন আপনি সরল,সোজা ।
রতন- (ভাবে) আর বোকা...
[লাইট কাট]
দৃশ্য – ৭
[বাম জোনের আলো জ্বলে। বসের ঘর]
রতন- টাকা ?
বস- বললাম তো?
রতন- আর ওরা ?
বস – কারা?
রতন – যারা আমাকে দেখে...
বস- তোমাকে? ভুল তোমার।
রতন – আমি তাহলে? আমি যে কথা দিলাম!
বস- নিজেই ভাবো। আর আমি আজ রাত থেকে এই অফিস বন্ধ করছি। কাল থেকে আর আসতে
হবে না।
রতন- মানে?
বস- একটাই, আমি চালাক।
রতন- আমি বোকা...(চলে যায়)
বস- শালা।
[লাইট কাট]
দৃশ্য – ৮
[ডান জোনের
আলো জ্বলে। প্রিয়াঙ্কার ঘর]
রতন- (হাত বাড়ায়) প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা- মোটেই নয়। তোমার বোকামির ভাগিদার আমি হব না।
রতন- কিন্তু ঐ লোকটার যে ছেলের অপারেশান ?
প্রিয়াঙ্কা- সে টাকা দেবে কোম্পানি?
রতন – কিন্তু ও আমাকে দেখে...।আমি যে কথা...
প্রিয়াঙ্কা- তুমি আবার বোকামি করছ।
রতন- না না টাকা আমায় দিতেই হবে।নাহলে...
প্রিয়াঙ্কা- বোকা , বোকা , বোকার হদ্দ।
রতন- এক জন কে সাহায্য করলে যদি পাপ...
প্রিয়াঙ্কা- তাই তো তুমি বোকা।
রতন- (হার টাকে ছিনিয়ে নিয়ে) আমি বোকা হয়ে থাকতে চাই। তোমাদের মত চালাক হতে
চাই না।
[রতন এর ওপর ছাড়া সব আলো নিবে যায়।সে মাঝ খানে দাঁড়ায় আর হার তার দিকে
তাকায়। হঠাৎ জনৈক মানুষ টার গলা শোনা যায় -“আমার ছেলেটা ...আপনি ...”]
নেপথ্যে গান শোনা যায় -- থাকলে
বোকা এমন করে
সংসারটা সাদা
চালাক হবার মাঝে শুধুই
সাদা রং টাই বাধা,
গুছিয়ে
নাও মুছিয়ে দাও
টুকরো যেন
কর না মন
হয়োনা
আধা আধা।
[আলো
নিবে যায় পরদা নেমে আসে]
শেষ
বিঃ দ্রঃ - অভিনয় করার আগে নাট্যকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক
0 comments:
Post a Comment