সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
ভারতের সন্তান
অমরেশ বিশ্বাস
হিন্দু বৌদ্ধ মুসলমান শিখ জৈন ও খ্রীস্টান
পরিচয় ভাই আমরা সবাই ভারতের সন্তান ।
আমাদের এই সম্প্রীতি কেউ দেখেনি কোথাও আর
হিংসুটে যারা ভাবে ভেঙে দিতে হবে এই সংসার।
ওরা বিষ ঘোলে ধর্মের নামে কুমন্ত্রে ভরে কান
ওরা চায় হোক মহান ভারত যুদ্ধের ময়দান।
মনুষ্যত্ব যার নেই জেনো তার কোন ধর্মই নাই
ধর্মের নামে আমরা লড়াইয়ে মাতবো না কভু তাই।
কেউ ঐক্যকে ভেঙে দিয়ে চায় আমাদের বিভাজন
মানুষ ওরা নয় ওরা যত সব ধর্মের মহাজন।
জাতের নামে যারা বজ্জাতি করছে পরিষ্কার
চিহ্নিত করে তাদের করতে হবেই বহিষ্কার।
ভারত মাতার সন্তান মোরা সকলেই ভাই ভাই
ভারতীয় ছাড়া আর আমাদের কোন পরিচয় নাই।
Subscribe to:
Posts (Atom)
1 comments:
খুব সুন্দর হয়েছে ছড়াটি। সত্যিই তাই। ভারতীয় ছাড়া আর আমাদের কোন পরিচয় নাই।
Post a Comment