সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
এপার বাংলা ওপার বাংলা
লুৎফর রহমান রিটন
এপার বাংলা ওপার বাংলা মধ্যিখানে চর
দুই বাংলায় বসত করি আমরা সহোদর।
একই ভাষায় কথা বলি এক আমাদের বুলি
প্রীতির নহর অষ্টপ্রহর হৃদয়-কপাট খুলি।
শোন শেফালি, নুরুন্নাহার শোন প্রতিমা শোন—
এ ভাইটিকে যাস্নে ভুলে লক্ষ্মী আমার বোন!
শোন রে শ্যামল, শোন ভবানী, ডেভিড, ইউসুফজাঁই
এ ভাইটিকে যাস্নে ভুলে লক্ষ্মী আমার ভাই!
আয় বড়ুয়া, রোজারিও, (আহা কী রোশনাই!)
আয় সকলে একই সুরে বাংলার গান গাই।
আমরা সবাই জন্মেছি যে একই মায়ের ঘরে
ভাইয়ের জন্যে বোনের জন্যে মনটা কেমন করে!
এপার বাংলা ওপার বাংলা মধ্যিখানে চর
দুই বাংলায় বসত করি আমরা সহোদর।
তোর ভাষাটা বাংলা ভাষা, আমার ভাষাও তাই
আমরা দু'জন একই মায়ের, কোনো তফাৎ নাই।
'বাংলা'তে তোর জীবন যাপন স্বপ্ন এবং আশা
আমরা বাঁধা একই সূঁতোয় প্রিয় 'বাংলা ভাষা'।
এক আমাদের গল্প-গাঁথা এক আমাদের ছড়া
এক আকাশের তারায় তারায় একটি বসুন্ধরা।
আয় দু'জনায় রোপণ করি প্রেমের বনস্পতি
চিরদিনের চিরকালের বন্ধুতা সংহতি।
এপার বাংলা ওপার বাংলা মধ্যিখানে চর
দুই বাংলায় বসত করি আমরা সহোদর।
ঈদের শেমাই কোর্মা-পোলাও আয় দু'জনে খাই
পুজোর লুচি-লাড্ডু-নাড়ুর ভাগটা যেনো পাই।
ঝাল মাংসের তারকারিতে মায়ের আদর মাখা
তোর জন্যে খুশ্বু-আতর-সুরমা আছে রাখা।
ঢাকের বাদ্যি শোনার জন্যে প্রাণটা উচাটন
ধুঞ্চি নাচের ধোঁয়ার ধোঁয়ায় ছন্দ আলোড়ন।
বুদ্ধ পূর্ণিমা উৎসবে ভালোবাসার গান--
সকল প্রাণি হোক সুখি হোক লাভ করি নির্বাণ।
প্রবারণায় পূর্ণিমাতে ওড়াই ফানুস আয়
তোর জন্যে জ্বলবে প্রদীপ আমার আঙিনায়।
ক্যালেন্ডারে ডিসেম্বরের বিপুল কলরব
ক্রিসমাস ট্রি-র রঙিন বাতির বর্ণালি উৎসব।
বড় দিনে সান্তা বুড়োর মোজায় উপহার
জিঙ্গেল বেলস্ আলোকসজ্জা বাহ্ কী চমৎকার!
রোস্টেড টার্কির ডিনারে সবার নিমন্ত্রণ
ভাইয়ের বোনের স্বপ্ন-সুখের শান্তিনিকেতন।
দুই বাংলার সুরের ধ্বনির অপূর্ব সিম্ফনি
নজরুল আর রবীন্দ্রনাথ দুই চোখে দুই মণি।
বাংলাদেশের ধানশালিকের কণ্ঠে মোহন বাঁশি
কী অপরূপ! বাংলা নামের দেশকে ভালোবাসি।
এপার বাংলা ওপার বাংলা মধ্যিখানে চর
দুই বাংলায় বসত করি আমরা সহোদর।
1 comments:
মুগ্ধ হলাম ছড়াটি পড়ে। খুব ভালো লাগলো। এপার বাংলা ওপার বাংলায় যারা বাস করি তারা যে সহোদর সে বিষয়ে কোন সন্দেহ নেই। কাঁটা তারের বেড়া দিয়ে তাদের কখনই একে অপরের থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়।
Post a Comment