সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,046
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 অপুর্ব বোস 

মাপা খরচে স্বপ্ন দেখার চেষ্টা করতে গিয়ে আটকা পড়েছে কল্পনা । হাতখরচ ফুরোয় বিনিদ্র রাত্রি অবকাশে, অগত্যা ফুটো হয় বাজারব্যাগ অথবা হাতড়ে বেড়াই পুরনো স্বপ্ন ডায়েরি । এমনও তো একটা দিন ছিল যখন কাঁচের গেলাসে চা বাঁচিয়ে রাখতো তাগিদ, বন্ধুত্ব মান্দাসে ভাসিয়ে রাখতাম মরা ইচ্ছাগুলো, যদি কখনও তড়িৎপ্রবাহ বয় মৃতদেহে, যদি কখনও ফুটিফাটা ফটোফ্রেমে কেউ এসে হাত লাগায় মেরামতির আশায় । "স্বপ্ন দেখি", অনেক বড় কথা। চাকলা ওঠা সিঁড়ির খাঁজে বোহেমিয়ান ভাবভঙ্গি আর সন্ধ্যাবেলার philosophical আর  psychological constraint - এই সবকিছুর পলেস্তারা খসে ফুটে ওঠে লাল হাঁ মুখ ইটের সারি, যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার সিটি বেজে ওঠে । খাল কেটে নামিয়ে এনেছি বিদ্যুৎ, আমার দুপাশে সারি সারি বুলিয়ান ভ্যালুরা দাঁড়িয়ে- বয়ে যাবে কণাস্রোত নাকি ছুঁয়ে যাবে অপেক্ষা ! নাকি সবই মিলবে শেষে জটিল মোহনায় ? মেঘ নাকি মেঘ নয়, সময়ান্তরে ভাবনা বিশেষ । তবে কেন জীবিকা অন্বেষণে মনে আসে ক্লোরোফিল ?? আর যদি ক্লোরোফিল আসে তাহলে কেন বার বার SQL(স্বপ্ন querry language) ব্যবহার করে তুলে আনি পুরনো যত অনুচ্ছেদের কাটাকুটি স্বপ্ন ডেটাবেস থেকে ??

0 comments: