সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 বাংলা ভাষা

 প্রবীর ভট্টাচার্য্য


বাংলা মোদের প্রাণের ভাষা,

বুকের ভাষা যে।

সোহাগ দিয়ে জড়িয়ে রাখি,

হানবে আঘাত কে?

এই ভাষাতেই রবি ঠাকুর

করল বিশ্ব জয়।


এমন কোমল, মধুর ভাষা

দুটি কি আর হয়!

মনের কথা, ভাবের কথা

এই ভাষাতেই বলি।


তপ্ত মরুর বুকে যে প্রাণ

তোমার দু এক কলি।

দুঃখে,সুখে এই ভাষাতেই

প্রাণ খুলে গাই গান।


বাংলা মোদের মায়ের ভাষা,

অমোঘ নাড়ির টান।

এই ভাষাতেই প্রেম,বিরহ,

বিদ্রোহেরও সুর।


তোমায় আঘাত হানতে এলে

ঝেঁটিয়ে করি দূর।

বাংলা মোদের হৃদয় জুড়ে,

ভ্রমরের গুন গুন।


হেলায় জীবন দিতে পারি,

ঢালতে পারি খুন।

0 comments: