সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 নতুন জোট 


     তনুজা চক্রবর্তী 



ভূতের রাজা হয়েছে বুড়ো

চিবোতে এখন পারে না মুড়ো 

 নিংড়ে নিচ্ছে হাড়ের রস 

দেশের ভাঁড়ারে নামিয়ে ধস।


তারই নামে জাগাতে ত্রাস 

রাজ্যে হাজির পেয়াদা খাস।

গরীব ঘরে আসন পেতে 

বসেন আবার খাবার খেতে !


ঋনের বোঝা দশের ঘাড়ে 

দুব্ব গজায় প্রজার হাড়ে

তবুও প্রজার কাটে না ঘোর

বেঁধেছে হাতে ধম্ম ডোর। 




ভূতের রাণী কেঁদেই সারা

ঝুলছে মাথায় পাপের খাঁড়া

বাঁচতে চাই পথের খোঁজ 

আড়ম ধোলাই চালায় রোজ।


নিজের দোষ ঢাকতে সাজা

কাড়ছে রক্ত খাচ্ছে তাজা।

ক্ষেপেছে রাণী বকছে ভুল

খামচে প্রজার তুলছে চুল।


কেলেংকারি রাজ্য জুড়ে 

করছে ঘায়েল মন্ত্র ছুঁড়ে 

ভূতের সাথে করছি বাস

নিজের দেশেই আমরা দাস!



রাজার সাথে রাণীর জোট

শুনছি বাঁধবে মিটলে ভোট

আমরা নয় বাতিল নোট

তাইতো বাঁধা নতুন জোট।

0 comments: