সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
তোমারে সেলাম
অরিন্দম ঘোষ
ক্যামেরা না কলম তোমার,
কোনটা সেরা কোনটা বেটার?
দুর্গা-অপু? হীরক রাজা?
নাকি শঙ্কু, প্রদোষ মিটার?
পর্দা জুড়ে হাজার মজা
গুপী বাঘার লাফালাফি,
কেমন করে ভুলব তোমার
রঙ তুলি আর ক্যালিগ্ৰাফি?
উত্তম তো নায়ক ছিলেন
করলে তাকে সত্যান্বেষী,
সৌমিত্র তোমার প্রিয়
তাঁর সাথে তাই সখ্য বেশি।
তোপসে ফেলু বেড়ায় ঘুরে,
রহস্য ধায় পিছন পিছন।
গ্ৰামের মাঝে মাটির কুঁড়ে
হরিহরের জীর্ণ জীবন।
বৈভবে যার জীবন ভরা
অন্তরে সেই চারু একা,
হারুন আছে গড়ের মাঠে
ছুটির দিনে মিলবে দেখা।
ভোলেন স্মৃতি বিপিন বাবু,
ভীষণ খিদে সেপ্টোপাসের,
অন্য কোন জগত থেকে
বঙ্কুবাবুর বন্ধু আসে।
গল্প ফাঁদেন তারিনী আর
লালমোহনের প্রখর রুদ্র,
ভূতের বরকে অস্ত্র করে
গুগাবাবা থামায় যুদ্ধ।
মগজ সে তো অস্ত্র ফেলুর
সলভ্ করে সে সকল ধাঁধা।
আজগুবি এক ছড়ার খনি
ঘোড়ার ডিমটা তোড়ায় বাঁধা।
অস্কার যাঁর আলমারিতে,
বিশ্বসেরার মুকুট মাথায়,
তিন পুরুষের কাটল জীবন
তাঁর লেখা সব গল্প গাথায়।
তোমার জনম শতবর্ষে
জানাই তোমায় সেলাম হাজার,
বিশ্বজুড়ে বাঙালি তাই
প্রণত আজ মহারাজার।
0 comments:
Post a Comment