সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 




তোমারে সেলাম

অরিন্দম ঘোষ 



ক্যামেরা না কলম তোমার,

কোনটা সেরা কোনটা বেটার?

দুর্গা-অপু? হীরক রাজা? 

নাকি শঙ্কু, প্রদোষ মিটার? 


পর্দা জুড়ে হাজার মজা

গুপী বাঘার লাফালাফি,

কেমন করে ভুলব তোমার

রঙ তুলি আর ক্যালিগ্ৰাফি?


উত্তম তো নায়ক ছিলেন

করলে তাকে সত্যান্বেষী,

সৌমিত্র তোমার প্রিয়

তাঁর সাথে তাই সখ্য বেশি।



তোপসে ফেলু বেড়ায় ঘুরে,

রহস্য ধায় পিছন পিছন।

গ্ৰামের মাঝে মাটির কুঁড়ে

হরিহরের জীর্ণ জীবন। 


বৈভবে যার জীবন ভরা

অন্তরে সেই চারু একা, 

হারুন আছে গড়ের মাঠে 

ছুটির দিনে মিলবে দেখা। 


ভোলেন স্মৃতি বিপিন বাবু,

ভীষণ খিদে সেপ্টোপাসের,

অন্য কোন জগত থেকে

বঙ্কুবাবুর বন্ধু আসে। 


গল্প ফাঁদেন তারিনী আর

লালমোহনের প্রখর রুদ্র,

ভূতের বরকে অস্ত্র করে

গুগাবাবা থামায় যুদ্ধ।


মগজ সে তো অস্ত্র ফেলুর

সলভ্ করে সে সকল ধাঁধা।

আজগুবি এক ছড়ার খনি

ঘোড়ার ডিমটা তোড়ায় বাঁধা।


অস্কার যাঁর আলমারিতে,

বিশ্বসেরার মুকুট মাথায়, 

তিন পুরুষের কাটল জীবন

তাঁর লেখা সব গল্প গাথায়। 


তোমার জনম শতবর্ষে

জানাই তোমায় সেলাম হাজার,

বিশ্বজুড়ে বাঙালি তাই

প্রণত আজ মহারাজার।

0 comments: