সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,047
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 শীত এসেছে 

 সুদীপ্ত বিশ্বাস


শীত এসেছে ওই

ঘরের কোণে হাতড়ে খুঁজি

লেপ-কম্বল কই।

মেঘ-কুয়াশার চাদর

ওসব ছেড়ে চাইছে সবাই

নরম রোদের আদর।

শীত এসেছে যেই

সূয্যিমামার ঝলসানো সেই

মেজাজটা আর নেই।

শীতটা এল যেই

খেজুর গাছের রস টুপটুপ

পড়ছে তো পড়ছেই!

মিষ্টি নলেন গুড়

চড়ুইভাতির ধুম লেগেছে 

আনন্দে ফুরফুর।

শীত এসেছে যেই

গরম কালের ঘাম ভেজা সেই

কষ্টটা আর নেই।

1 comments:

Mita ghosh said...

ভারি মিষ্টি...👌👌