সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
সত্যজিৎ
ছোটন গুপ্ত
অভিজ্ঞতা মানুষ চেনায় অধিক কিংবা অল্প
বনবাদাড়ে রাত আঁধারে বাড়ি ফেরার গল্প।
গল্প ছিল দুর্গা-অপুর মাঠ ঘাট পথ চড়তে–
চলচ্চিত্র ভাষ্য শেখান এক কবিয়াল মর্ত্যে।
তারপরে সেই গুপি বাঘার ছন্দে গানের সৃষ্টি
প্রথম দেখান তালিম শেখান ভূতরাজ দেন দৃষ্টি।
ক্যামেরাতে চোখ দিলে যাঁর ছবি হয় আরাধ্য ,
হীরক রাজ্যে তিনিই দেখান স্বৈরাচারীর শ্রাদ্ধ।
গল্পে তাঁকে অল্প চিনি ফ্যান্টাসি বা তথ্যে ,
সারাজীবন ভরসা রাখেন সৃষ্টিমুখর সত্যে।
কেল্লা সোনার হয় না জেনেও ভালো বনাম মন্দে ,
জাতিস্মরের আঁকেন ছবি বাছাই শব্দে ছন্দে।
শাখা এবং প্রশাখাতেও শালপ্রাংশু আস্থা ,
গণশত্রুর জন্য চাবুক , চেতনা চেনায় রাস্তা।
মাতৃভাষা বড্ডো প্রিয় ভরসা রাখেন বাংলায় ,
বিশ্বমানব আগন্তুকের আগুনটা কে সামলায় ?
সেলাম করি হে মহারাজ বাঙালির জয়যাত্রায় ,
কে আছেন আর ক্যামেরাতে চিরদিনের বার্তায় !
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment