সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 ই ক্যামন বিচার?

আশা সাহু

কদিন ল্যেই মুখট্যা উয়ার শুঁখায় গ্যালছল্য।

চাঁড়েমাড়ে বাবুর ঘরেল্যে বাসন কটা মাইজ্যে নিঁয়ে আঁইসেছি, 

ত দেখলি ছা-টা হামার এ্যকদমহেয় ন্যাথায় প ইড়ছ্যে।

হামি ত দমহেই ডঁরাই গেলহি, এ্য বিটি হাঁকা ন তর বাপক্যে, 

হঁসপিট্যাল ল্যাগতে হবেক।


ব্যাড খালি নাই থাক্যুক, ম্যাঝায় ত টুকু থাইকত্যে দিবেক। 

উই বাবু টার হঁসপিট্যালেই চাখরি বঠে! 

-বাবু হামার ছুটু ছ্যালাটার দমহেই জ্বর  আঁসেছ্যে, 

আঘুনের পারা গরম বঠে গা টা! 

তাথেই নিঁয়ে আইলহি।

ত.., বাবাটায় ব ইলহে দিঁল, "এ্যখন টুকু  বঁইসে নিঁয়ে জিরাঁয় ল্যে।

 ডাক্তার বাবু আইসবেক তা বাদে উয়াকে দ্যাখবেক।" 


আজ অ বঁইসে রঁহেছ্যি ত কাইলহ্য বঁইসে রঁহেছ্যি! 

ডাক্তার আর নাই আঁইসে। 

স ইনধার পর ভরতি কঁরাইন দিঁল। 

ভুঁয়েই ছ্যালাটাকে নিঁহে শুঁইলি টুকু! 

কখন চখটা টুকু লাইগ্যে গ্যালছিল, 

আঁচকাই শুঁনথ্যে পালহি ছুটু ছ্যালার কাঁদনা! 

-হুই দ্যাখ হামারি ছ্যালা বঠে! 

-কুইত্যা, কুইত্যা... - হামার ছ্যালাটাকে কুইত্যাই

খাভলাঁয় ল্যাগল গ...! 

দঁউড়ে গেলহি, কনহমতে কাঁইড়ে আঁইনলি 

কুইত্যার মুখেল্যে, কুলহি টার অপারেল্যে ছ্যালাটাকে ।

দ্যেখলি, প্যাটটা দিঁয়ে গলগলায় রকথ বেঁরাছে! 

দঁউড়ে গেলহি উই বাবু টার কাছে! 

যাঁথেই আইলহ বা, 

-আঁইসে নিঁয়ে দেখলি, কাঁদনা টুকু থাইম্যেছে ।

আরেকট ডাক্তার আল্য, পরীক্ষা তরীখা ক ই রে নিঁলহ, 

তা বাদে এ্যকটা ন্যাস ম্যায়াকে ডাইকে নিঁয়ে, 

ছ্যালাটাকে হামার ঢাকায় দিঁল.. ধ্যপধ্যপা সাদা কাঁপড় দিঁয়ে।!

-ডাক্তার বাবু....! ইট্যা তুমরহা কী ক ইরল্যে!!

1 comments:

সমরেশ হালদার said...

কঠিন বাস্তব কথা বলেছেন কবি , এই দুর্বিপাকে সকলেই আমরা ।