সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
দিন বদলের গান
বিকাশকলি পোল্যে
শরৎ এল আবার,মাটিতে রাতের শিশির নামে ,
লকডাউন,ফিরতে বোধহয় পারব না আর গ্রামে ।
আগের মতো নেই তো কিছু,বদলে গেছে দিন ,
নেপথ্যে কে আমরা জানি,কোভিড নাইন্টিন।
কেমন করে চলবে জীবন,কি হবে কি জানি !
চাকরি গেছে লকডাউনে,টাকার টানাটানি ।
মহালয়া,বুকের মাঝে বাজছে ব্যথার বীণ ,
নেপথ্যে কে আমরা জানি,কোভিড নাইন্টিন।
আচ্ছে দিনের স্বপ্নে বিভোর ছিলাম সকলে ,
কিছু মানুষ সেগুলো সব রাখল দখলে ।
তাইতো তারা নেচে ওঠে তাক্ ধিনা ধিন ধিন ,
নেপথ্যে কে আমরা জানি,কোভিড নাইন্টিন।
হিমেল হাওয়ায় ভেসে আসে আগমনীর সুর ,
মন কেমনের গন্ধে ভরে কোমল হৃদয়পুর ।
ভাবিনি আগে আসবে যে এমন কোন দিন ,
নেপথ্যে কে আমরা জানি,কোভিড নাইন্টিন।
তবুও আমরা ভরসা করে আশায় বাঁধি বুক ,
আসবে ফিরে আবার ঠিকই বেঁচে থাকার সুখ ।
আঁধার ঠেলে সত্যি তখন বদলে যাবে দিন
আমরা জানি দূর হবে এই কোভিড নাইন্টিন।
0 comments:
Post a Comment