সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
যে স্বদেশ স্বপ্নে আমার
তাপস বন্দ্যোপাধ্যায়
আছে কিছু মৌলবাদী পাড়ায় পাড়ায়
দাড়িনেড়ে কানে কানে বিভেদ ছড়ায়
কিছু আছে টিকিধারী টিকিখানা নেড়ে
বলে সব বিধর্মী যাক দেশ ছেড়ে।
টিকি- দাড়ি দুজনার কান ভাঙ্গানিতে
দাঙ্গা ছড়িয়ে পড়ে পাড়া বস্তিতে
রহিমের ছুরি বসে রবীনের পিঠে
আগুনে ভস্ম হয় রহিমের ভিটে
দাঙ্গা লাগিয়ে ওরা ফায়দাটা লোটে
গরীব গুর্বোযত মরে মাথা কুটে।
আমার স্বপ্নে নেই এমন স্বদেশ
আমার 'স্বদেশে ' নেই হিংসার লেশ।
হিন্দু মুসলমান সব ভাই ভাই
এদেশে কুচক্রীর কোন ঠাঁই নাই।
একই মাঠে চাষকরি হাসি প্রাণখোলা
একই সাথে ভরে তুলি ফসলের গোলা।
এক জাতি এক প্রাণ একটাই মন্ত্র
আমার স্বদেশ মানে জনগনতন্ত্র
আমার স্বদেশ মানে নেই জাতপাত
শিবের গাজন সাথে ঈদ সওগাদ।
স্বাধীনতা শহীদের বন্দনা গানে
এ "স্বদেশ" চোখ মেলে সূর্যের পানে
এদেশে লক্ষকুঁড়ি রকমারী ফুলে
মালা গাঁথে মৈত্রীর বিদ্বেষ ভুলে
বিহু, টুসু,গরবায় স্বপ্ন জালবোনা
আমার স্বদেশ মানে সম্প্রীতি আল্পনা।
1 comments:
অসাধারণ ছড়া। ছড়াই পারে এমন ছন্দে এমন করে বলতে।
Post a Comment