সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
ইশকুল
গেটে দাঁড়িয়ে
ইকবাল
বাবুল
যেখানে
থাকিনা যেখানে খেলিনা লগ ছাড়ে না সে রুবিনা
এসে
দুইহাতে চোখ চেপে ধরে মেয়েটা আসলে খুবই না !
বলবো কি আর ওড়নাতে তার কী যে মিষ্টি সে' গন্ধ
চুপি
চপি এসে চিমটি কাটে সে দেখি না আমি কি অন্ধ ?
নাম
ধরে খালি ডাকাডাকি করে হাত দিয়ে করে ইশারা
এই
নিয়ে রোজ কতো কথা বলে স্বর্ণা বিউটি তিশারা
রাগারাগি
করে প্রায় মাস ধরে কথাই বলেনি সামিনা
মিছে
ভুল বুঝে ঠাস করে এক চড় দিছি তাকে আমি না
আজো
মনে পড়ে খুব কেঁদেছে সে, কেঁদে ভিজিয়েছে ওড়না
ছুঁ'তে
গেছি যেই দূরে সরে গিয়ে বলেছে- আমিতো তোর না
আসলে
আমিও ওসময় ঠিক বুঝতে পারিনি নিজেতো
তার
সাথে যদি না দিতাম আড়ি কি আসতো আর কি যেতো ?
পাড়া
ছেড়ে ওরা সেইযে গিয়েছে , কখনো ফেরেনি আর সে
এখনো
আমিযে কতো ঘুরি ফিরি তার সে' পাড়ার পার্শ্বে
একবার
এক মেয়েকে দেখেই মনে হয়েছিলো আপা তার
গায়ে
দেয়া সেই জামাটার রঙ অবিকল ছিলো চা-পাতার
বলি
বলি করে বলতে পারিনি আপু কীনা সে যে সামিনার
আমার
সঙ্গে মনসফ ছিলো, ছিলো পারভেজ আমিন আর
খুব
মনে পড়ে সামিনাকে আজ পড়তো সে ক্লাস এইটে
ছুটি
হলে পর আমার জন্যে থাকতো দাঁড়িয়ে গেইটে
কখনো
কিনতো ঝালমুড়ি আর কখনো কিনতো আম আচার
মাঝে
মাঝে কীযে আঁকড়ে ধরতো বলতে হতোযে-জামা ছাড়্
খিল
খিল করে হেসে উঠতো সে মুছে দিয়ে তার হাতটা
কার
প্রতি কার কতো টান ছিলো বুঝিনি সে অনুপাতটা
খুব
করে আজ মনে পড়ে তাকে, কোথায় গেলো সে হারিয়ে
কই
আসে না সে, আমি থাকি শুধু ইশকুল গেটে দাঁড়িয়ে ।
0 comments:
Post a Comment