সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 

ইশকুল গেটে দাঁড়িয়ে

ইকবাল বাবুল

যেখানে থাকিনা যেখানে খেলিনা লগ ছাড়ে না সে রুবিনা

এসে দুইহাতে চোখ চেপে ধরে মেয়েটা আসলে খুবই না !

বলবো কি আর ওড়নাতে তার কী যে মিষ্টি সে' গন্ধ

চুপি চপি এসে চিমটি কাটে সে দেখি না আমি কি অন্ধ ?

নাম ধরে খালি ডাকাডাকি করে হাত দিয়ে করে ইশারা

এই নিয়ে রোজ কতো কথা বলে স্বর্ণা বিউটি তিশারা

রাগারাগি করে প্রায় মাস ধরে কথাই বলেনি সামিনা

মিছে ভুল বুঝে ঠাস করে এক চড় দিছি তাকে আমি না

আজো মনে পড়ে খুব কেঁদেছে সে, কেঁদে ভিজিয়েছে ওড়না

ছুঁ'তে গেছি যেই দূরে সরে গিয়ে বলেছে- আমিতো তোর না

আসলে আমিও ওসময় ঠিক বুঝতে পারিনি নিজেতো

তার সাথে যদি না দিতাম আড়ি কি আসতো আর কি যেতো ?

পাড়া ছেড়ে ওরা সেইযে গিয়েছে , কখনো ফেরেনি আর সে

এখনো আমিযে কতো ঘুরি ফিরি তার সে' পাড়ার পার্শ্বে

একবার এক মেয়েকে দেখেই মনে হয়েছিলো আপা তার

গায়ে দেয়া সেই জামাটার রঙ অবিকল ছিলো চা-পাতার

বলি বলি করে বলতে পারিনি আপু কীনা সে যে সামিনার

আমার সঙ্গে মনসফ ছিলো, ছিলো পারভেজ আমিন আর

খুব মনে পড়ে সামিনাকে আজ পড়তো সে ক্লাস এইটে

ছুটি হলে পর আমার জন্যে থাকতো দাঁড়িয়ে গেইটে

কখনো কিনতো ঝালমুড়ি আর কখনো কিনতো আম আচার

মাঝে মাঝে কীযে আঁকড়ে ধরতো বলতে হতোযে-জামা ছাড়্

খিল খিল করে হেসে উঠতো সে মুছে দিয়ে তার হাতটা

কার প্রতি কার কতো টান ছিলো বুঝিনি সে অনুপাতটা

খুব করে আজ মনে পড়ে তাকে, কোথায় গেলো সে হারিয়ে

কই আসে না সে, আমি থাকি শুধু ইশকুল গেটে দাঁড়িয়ে

0 comments: