সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 বৃষ্টিনদীর গল্প

ছোটন গুপ্ত


ঢেউগুলো খুব অবাক হয়ে দুলছে নদীর জলে

আকাশ থেকে অনেকটা মেঘ বৃষ্টি হয়েই ঝরে।

বাতাস যখন ঝড়ের সাথি গাছেরা চোখ তোলে

হাজার পাখি ভিজতে আকুল যখন বৃষ্টি পড়ে।


ঝরছে গাছের ফুল ফল আর খানিক সবুজ পাতা,

মেঘের ছায়ায় দিচ্ছে টুকি আলোকবিহীন রবি।

বৃষ্টি রঙে মাঠ ঘাট বন মেলছে ড্রয়িং খাতা

এই আষাঢ়ে নামলে শাওন ভাবঘরে যান কবি।


ঘুম ভাঙতে বেশ বেলা হয় মনপাগলের রোজ

ঘুমভাঙা চোখ শুনছে কি গান,গাইছে জলের পাখি।

নদীর জলে বাইছে কোথায় নৌকারও নেই খোঁজ

বৃষ্টি ভিজে মাছরাঙারাও খেলছে টুকিটাকি।


ভাবছে পাগল এ বৃষ্টিতে রাতচরা ডাক দিলে–

অচিনপুরের বনের বাসায় সৃষ্টি গানের সুরে

হারিয়ে যাবে উড়াল খেয়ায় মেঘলা আকাশ নীলে।

মনমাঝি গায় ভাটিয়ালি  নৌকাটা কদ্দূরে?!

0 comments: