সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 বর্ণপরিচয়

ছোটন গুপ্ত


মা শেখালেন বলতে আমায় অ আ

বাবার দেখানো ছায়াঘন গাছপালা

আমিও এঁকেছি অবাক বর্ণমালা

ভোরের আলাপে গান গায় পাঠশালা।


ক খ গ ঘ ঙ যেই না বলেছি কাল

চ ছ জ ঝ ঞ ছড়িয়েছে শাখা ডাল।

যেদিন ভেঙেছে কৈশোরে আবডাল

শুনেছি এ ভাষা রক্তে রাঙানো লাল।


হ্রস্ব-ই ছোট দীর্ঘ-ই বড়ো পরিচিতি নিয়ে আছে,

ডালপালা পাতা বাতাসের দোলে নাচে।

ও আর ঔ পাশাপাশি থাকে শিখেছি মায়ের কাছে,

ঋ এবং ৯ কম কাজে লাগে, স্বরবর্ণতে বাঁচে।


মা ভাষায় শেখা কি ভাবে আঁধার ম্লান

মায়ের কণ্ঠে প্রথম শুনেছি রবি ঠাকুরের গান।

বৃষ্টিতে ভিজে হেসেছে যেই বাগান

আম জাম লিচু জামরুল গাছে ঝমঝম ধারাস্নান।


চৈত্র বোশেখে কালবৈশাখী ঝড়ের সন্ধে পার

আষাঢ়ে শ্রাবণে ভাষার ভুবনে মেঘবৃষ্টির ভার।

বর্ণমালাকে যতো চিনি ততো আকাশ পরিষ্কার

মাঘ শেষ হলে ফাগুনে একুশ ফেব্রুয়ারির ধার।

0 comments: