সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 জন্তুর পারা

আশা সাহু


হ্যাঁ বিটি, তর কি লাইজ লোইজ্জা ব্ইলে টুকুঅ নাই! এ্যখেই ত এ্য ই পড়া দ্যেশে জন্মায়ছিস! 

তা বাদে, "হামরা স্বাধীন হঁয়েছি, স্বাধীন হঁয়েছি" ব ইল্যে চিল্লা গাইলছিস! 

এ্যকবার ভাইব্যে দেখ ন, 

যাদিক্কে তুঁই ভাই, নাইথ দাদা, নাইথ বাপ কাকা ব্ইলছিস-

উয়ারা কি তকে টুকুঅ মান দিবেক? 

নাই দিবেক বিটি, উয়ারা বিটিছ্যালাদ্যের মান দিঁতে নাই জানে! 

তর স্বাধীন দ্যেশের দাদা - ভাই রায় টুকু বাদেই - 

তকেই টাইন্যে ল্যেগবে বন বাঁদাড়ে! 

তা বাদে বনের জন্তুর পারাই তকে খাবলাঁয় দাঁবড়ায় ছিঁড়ে ছিঁড়ে গিইলবেক! 

তাথেই কি উয়াদের সাইধ মিটব্যেক? 

নাই মিটব্যেক। হয়থ দুলকে তর দুটা পা ধ ইরেঁ ফাঁইড়ে দিব্যেক! 

নাইথ বাবলা কাঁটা ডাল ভাঁঙে আঁইনে তর শরীলে ঢুঁকায় দিব্যেক! 

তর গটা শরীলটা য্যখন রকতে ভাঁইস্যে যাবে ন, 

ত্যখ্যন উয়ারা আনন্দে লাইচে গাঁইয়ে ফূরতি ক্ইরব্যেক।

তর উড়নি টা নিঁয়ে তরহেয় গলায় প্যাঁচায় দিবেক। 

তর শরীলে যৎটুকুন ন্যাকড়া-কানি বাকি থাইব্যেক তাঁও ঘুঁচায় দিব্যেক ।

তুঁই যথ্ই চিল্লাবিস উয়ারা তথ্ই মজা মাইরব্যে।

চিল্লায় চিল্লায় তুঁই য্যখন চুপ মাইরেঁ যাবি-

‌ত্যখন তর মুন্ডু টা ধড় থ্যেকে হাটায় দিবেক।

‌নাইথ্য শরীলটা জ্বালহায় দিবেক।

‌ পরদিন উয়ারা ঘরে ঢুঁকে নাই থাইব্যেক, উ

উয়ারা মানুষ গিলার. মধ্যিখ্যানেই ঘুরব্যেক। 

‌রাস্তায় উঠে আঁইসে ছাতি চিত্যায় ঘুরে বুইলবে! 

‌আর এ্যকটা বিটি ছ্যালার খুঁজ ক্ইরত্যে!!

0 comments: