সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
পৌষ পাঁচালী
দীপক পাল
নবান্নের ঐ সুগন্ধ নিয়ে পৌষ মাসটি আসে
সাদা মেঘের দল শীতের বার্তা নিয়ে আসে।
সূর্যদেব তার সোনার কিরণ ছড়ান চতুর্দিকে,
মন বলে তাই বেড়িয়ে পড়ার সময় দিকে দিকে।
সকাল বেলায় হাঁটতে ভাল শিশির ভেজা ঘাসে
শরীর ও মন তাজা হয়ে গায়েতে জোর আসে।
ভোরবেলাতে লাগে ভাল খেজুরের রস খেতে
একটু যদি শীত লাগে ভাই কিইবা হবে তাতে।
রংবেরংয়ের পোষাক পরে করতে ভাল পিকনিক,
খাওয়ার পর্ব সারতে হবে মনের মত ঠিকঠিক।
এই শীতেতে দেখতে ভাল ক্রিকেট ময়দানে,
চিড়িয়াখানা ভিক্টোরিয়া যাও না যেদিকপানে।
এ ছাড়াও ঘুরতে ভাল বইমেলা, পৌষ মেলা
এ ভাবেই কাটবে তখন দুপুর সাঁঝবেলা।
পৌষ মাসে পিঠেপুলি খেজুর গুড়ের পায়েস
সবচাইতে লাগে ভাল, খেয়ে আসে আয়েস।
তারপরেও আসে যদি পৌষে বৃষ্টিপাত
এর চেয়ে আর হয়না খারাপ, বাড়বে মনস্তাপ।
Subscribe to:
Comments (Atom)
0 comments:
Post a Comment