সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
ভূত ভাগানো চণ্ডীখুড়ো
কিশোর কুমার দলুই
ভূত দেখেছেন ভবেনবাবু ভীষণ তিনি ভীত
সাহস দিতে চণ্ডীখুড়ো হলেন উপনীত ।
ওহে ভবেন,
খুশী হবেন,
ভূত ভাগানো মন্ত্রশিখে আমি প্রতিষ্ঠিত ।
শ্মশানে মশানে আঁধার রাতে ভূত নিয়ে তো খেলি ।
অমাবশ্যায় তিন-রাস্তায় সাদা কাপড় মেলি ।
যখন রাত নিঝুম,
সবার চোখে ঘুম,
যজ্ঞ করে ভূতকে ধরে পাঁকেই পুঁতেফেলি ।
কামাক্ষ্যাতে চোদ্দ বছর তন্ত্র-মন্ত্র সেধে ।
নামজাদা আজ চণ্ডীওঝা হলাম নিজের জেদে ।
অনেকেই তা মানেন,
কথা হলো কি জানেন,
যুক্তিবাদী বিজ্ঞান দিলো হাত-পা গুলো বেঁধে ।
Subscribe to:
Posts (Atom)
2 comments:
অসাধারণ মজাদার ভূতের ছড়া। খুব সুন্দর।
দারুণ দারুণ
Post a Comment