সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
আমার দেশ
অঙ্কুর রায়
আজ জাগছে আমার স্বদেশ
লক্ষ , কোটি লোকের ভিড়ে ,
জাগছে আজ দেশের বিবেক
স্পর্ধা হাঁকে গলা চিরে :
প্রশ্ন করার তুমি কে হে
কী খাচ্ছি , পরছি বেশ ?
কোনটি আমার মাতৃভাষা ,
কোথায় জন্ম , আমার স্বদেশ ?
আমার বাপের জন্মভিটে
নিয়েই তোমার কৌতূহল ,
ভুল করেও কী জানতে চাও
কোথায় বাপের কবর বল ।
কোন উঠানে রোদের তাতে
শুকাতো মা তোর গয়না বড়ি ,
আমসত্ত্ব , কুলের আচার ,
চানের পরে ভেজা শাড়ি ?
পাল্টা যদি প্রশ্ন করি
সাত পুরুষের নাম কি জানো ?
কোন মুলুকে জন্ম তাদের
যাও দেখি তার প্রমাণ আনো ।
ধর্ম বুঝি ঠিক করে দেয়
কোনটা কার নিজের দেশ ,
স্বদেশপ্রেমের পরিচায়ক
খাদ্যরুচি এবং বেশ ?
চিরকালই মানুষ হন্যে
একটু ভালো বাঁচার জন্যে
নতুন দেশে বেঁধেছে ঘর ,
চিরদিনই হয়েছে এমন
এমনই হয় সচরাচর ।
নতুন ঘরই স্বদেশ তখন -
স্বর্গাদপী গরিয়সী ,
কালাকানুন যতই বলুক
আপন দেশে পরবাসী ?
একে একে জাগছে মানুষ
প্রজ্জ্বলিত দেশের বিবেক ,
সংবিধান করছে পাঠ -
রাঘব বেদী , রহিম শেখ ।
8 comments:
অসাধারণ
খুব মূল্যবান ভাবনার লেখা।
খুব সমসাময়িক আর অসাধারন একটি লেখা।ভাল লাগল।
সাব্বাস ভাই...❤️❤️🌷
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ দিদি।
অশেষ ধন্যবাদ। হ্যাঁ বিষয়টা ভীষণ সমসাময়িক। এবং আমাদের স্বদেশ ধারণার মর্মমূলে যেভাবে আঘাত করেছে তাতে একে এড়িয়ে যাওয়ার উপায় নেই এবং আমাদের স্বদেশ ধারণাকে পুনঃপ্রতিষ্ঠা করতে কলম ধরতেই হবে।
খুব খুশি হলাম দিদি।
Post a Comment