সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
আজ পঁচিশে বৈশাখ
অঙ্কুর রায়
ঐ ছেলেটাও শোনে সেই ডাক -
আজ পঁচিশে বৈশাখ।
ক্লাস সেভেনেই চুকে গেছে তার লেখাপড়ার পাট ,
আজও স্বপ্নে সে রোজ পড়ে তোমার সহজপাঠ।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
যখন সে একা থাকে চুপিচুপি ডাকে।
নদীর ঘাটেতে বাঁধা ছোট সে নৌকাখানি
মনে মনে নিয়ে যায় তাকে কোন দেশে জানি !
সেই দেশে সব নতুন মানুষ,নতুন ভাষা, বেশ,
সব ছেলেরাই ইস্কুলে যায়, মজার তো নেই শেষ।
সব ছেলেরাই ছবি আঁকে, নিত্য ওড়ায় ঘুড়ি,
'কাজে লেগে ' ছেলেবেলা হয়না কারো চুরি,
অভাব বলে কোন ছেলেই দেয় না ছেড়ে পড়া ,
সবার থাকে ছেলেবেলা আইন ভীষণ কড়া।
সব বাবারাই আপিসে যায়, সবারই কাজ আছে,
সব মায়েরাই চুমোয় ভরায় টেনে নিয়ে কাছে।
'ঘুমিয়ে তুই পড়লি নাকি! হাতটা জোরে চালা।'
কাজের ফাঁকে স্বপ্ন দেখে, তাতেও ওদের জ্বালা।
তবু ছেলেটা এক স্বপ্নই রোজই দেখে চলে ,
কে জানে ওর ভিতরে কোন্ রবীন্দ্রনাথ জ্বলে!
দিয়ে যায় নতুন দিনের ডাক
আজ পঁচিশে বৈশাখ।
1 comments:
খুব সুন্দর হয়েছে।
Post a Comment