সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.



 ছানাছাড়া মিষ্টি

খাইরুল আনাম


মিহিদানা মিহি বেশ বোঁদে কিছু মোটা তাই;

সীতাভোগ হতে পারে রামে কেন ভোগ নাই?- 

এই নিয়ে জালালের সাত পাঁচ ভাবনা, 

মোল্লার ছেলে সে বাড়ি তার পাবনা। 


জিলিপির প্যাঁচ দেখে ফ্যাঁচ ফ্যাঁচ করে সে, 

ছানাছাড়া মিষ্টি নিজে হাতে গড়ে সে। 

এমনিতে আদতে ময়রা তো নয় জাতে

তবু রোজ কড়াইয়ে রসের ভেয়ান পাতে। 


মোটা মোটা খাজা গজা দরবেশ ও বালুসায়

লবঙ্গলতিকাও খুশিমতো গড়ে যায়। 

বাতাসা নকুলদানা মোতিচুর ও মোয়াটা

কদমা পাটালি সাথে মিঠা মালপোয়াটা।


ছানাতে অ্যালার্জি তার দেখে ধরে জ্বালা তাই

ছানাবিনে সে মিঠাই নিজে গড়ে নিজে খায়। 

0 comments: