সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

৭৫এ স্বাধীন আমরা

           প্রশান্ত কুমার মন্ডল


শত শহীদের রক্তে ভিজেছে এদেশের মাটি

বিপ্লবী বুকে শপথ ছিল স্বপ্ন ছিল খাঁটি।

সতত গাঁথা হৃদয় নীড়ে ছিল উদারতা

সংগ্ৰাম ছিল কঠোরতম মিলেছে স্বাধীনতা।


আন্দোলনেও স্বদেশী ছিল ভীষণ সজাগ

গুপ্ত কার্যে ,গুপ্ত হত্যায় মিটিয়েছে রাগ।

ফাঁসির দড়িটা পরেছে গলে নির্ভিক চিত্তে

বিপ্লবি কর্ম সার্থক হল, হয়নি তো মিথ্যে।


মাতৃ মন্ত্রে দীক্ষিত হন বন্দেমাতরমে

আত্মত্যাগের মহানুভব ছিল বুকের কোনে।

লক্ষ ছিল যে শোষণ হীন হবে এই দেশ

পক্ষ পাতিত্ব থাকবে নাতো আমাদের বেশ।


রক্ত ঝরিয়ে,মৃত্যু বরণে এলো স্বাধীনতা

অসাম্য ঘোচেনি, অভাব মোছেনি,একি নির্ভরতা।

আলোর ঘর, আঁধার ঘর ,তফাৎ টা এখানে

পঁচাত্তরেও  এগিয়েছে দেশ কতটা সম্মানে !


দেশ মাতৃকা মুক্ত হলো বিদেশী তাড়িয়ে

শহীদ স্বপ্ন সঠিক ছিল স্বরাজ জাগিয়ে।

পঁচাত্তর বয়সে স্বধীনতা কাঁদে আজও না থামে

প্রতিটা বছর পতাকা ওঠে পতাকা শুধু নামে!


0 comments: