সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

প্রভু আমার,  প্রিয় আমার

জবা ভট্টাচার্য 


"আমার সকল নিয়ে বসে আছি ,সর্বনাশের আশায়

   আমি তার লাগি পথ চেয়ে আছি,পথে যে জন ভাসায়।" 


  আনন্দ দুলাল ওগো,হে চির কিশোর

  গোপনে স্বপনে

  প্রেম দাও, আরো প্রেম দাও প্রাণে।

  যতো ভাবনা, ভয় ভুলে

  হৃদয়ের  সব দ্বার খুলে

  ভাসাও প্রেমের রঙমহলে। 


  ভালোবাসি তাই,তোমাতেই সমর্পণ প্রিয়

  প্রাণে তব পরশখানি  অনুরাগভরে  দিও।

  যে পথ আমার অস্তপাটে,আনাগোনা নাই

  তোমার আলোকে,দুঃখ সয়েও সে পথ পেরোই। 


  সাধারণ হয়ে এসো, হে মগ্ন বাউল

  নিয়ে সম্পন্ন আলোক জল

  নিবিড় সংসার বুননে

  প্রতিদিনে, প্রতিক্ষণে। 


  এখন শরীর জুড়ে বিষাদের ক্ষত চরাচরে

  তুমি বানভাসি সুর তোলো  একতারা তারে

  প্রেম দাও, আরো প্রেম দাও,হে স্বপনচারী

   প্রাণের গভীরে,

  শব্দচ্ছাসে ভেসে যাক, বিষাদিত আর্তনাদ---

  প্রেম দাও, আরো প্রেম  দাও হে কবি সম্রাট 

  অন্তর  নিবিড়ে। 

1 comments:

Subhasis Ghosh said...

চমৎকার!