সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 রবীন্দ্রনাথ 

পলাশ পোড়েল 

এই মেয়েটা নাম কিরে তোর ,
কার বা আঁকিস ছবি ?
এই দেখোনা এঁকেছি আমি 
প্রাণের কবি রবি । 

এই ছেলেটা জানিস কি তুই 
রবি ঠাকুরের কথা ?
জানিতো , দুঃখের দিনে তিনি ই 
মাতা এবং পিতা । 

একা ফুটপাথেতে যখন শুয়ে 
কেউ থাকেনা কোথা,
একাই গাই তার কবিতা পড়ি 
ভুলিযে সকল ব্যথা। 

তিনি ছিলেন আমার আকাশ 
এবং সমুদ্দুর 
তিনি আছেন সবখানেতে
সবার হৃদয়পুর। 

স্বজন পুরের আপন কথা 
গদ্যে এবং পদ্যে 
রবীন্দ্র নাথ জেগে থাকেন 
নিবিড় অনবদ্যে । 

রবীন্দ্রনাথ আছেন বলেই 
আমার কন্ঠে গান 
এক কিশোরীর তা থই নৃত্যে 
প্রাণ করে আনচান । 

পৌষ মেলায় বাউল হবো 
একতারাটি হাতে 
রাঙা মাটির রাঙা বসত 
রবীন্দ্রনাথ সাথে । 

আবির ছুঁয়ে রাঙিয়ে দিলাম 
বসন্ত উৎসব 
জ্যোৎস্না হাসে মঞ্জুভাষে
ছন্দের কলরব । 

রবীন্দ্রনাথ আছেন বলেই 
আবহমান তাই 
রবীন্দ্রনাথ ছিলেন বলেই 
শান্তি খুঁজে পাই।

2 comments:

Subhasis Ghosh said...

সুন্দর ছড়া

Amaresh Biswas said...

বেশ সুন্দর।