সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

ভাঙাগড়া

ছোটন গুপ্ত 


পাশের বাড়ির ঐ ছেলেটা তোমার মতোই একা,

করছে লড়াই বাঁচার তাড়ায় নেই তো কাজের দেখা।

তুমি মন্দিরে যাও রোজ,

ও আজানে নেয় খোঁজ।

চাই তোমাদের বন্ধুতা আর ঐক্যে বাঁচতে শেখা।


ভাঙা তো খুব সহজ জানি, আছড়ে যদি ফেলো।

সম্পর্কের আসল কথা স্বপ্নে ডানা মেলো।

ধর্ম বর্ণ জাত বিভাজন কেন ? 

মানুষ এখন একত্র হয় যেন।

ধর্ম বনিক বিভেদ বিষেই রাজসিংহাসন পেলো।


তোমরা যদি সবাই মিলে হাত মিলিয়ে থাকো–

মনের যতো হিংসা বিদ্বেষ সত্যি করে ঢাকো,

ভয় পেয়ে যায় ওরা।

স্বপ্ন যদি নতুন সমাজ গড়া–

এই আকালে গরীব মানুষ সৃজন স্বপ্ন আঁকো।। 

3 comments:

তনুজা চক্রবর্তী। said...

ভারি সুন্দর লিমেরিক লিখেছেন। ভাবনা এবং প্রকাশ অসাধারণ।

ANKUR ROY said...

মুগ্ধ হয়ে গেলাম।

ANKUR ROY said...

সম্প্রীতির আঙিনায় সাহিত্য ,শিল্প এই কাজটিই করতে পারে । সৃজনশীলতার মধ্য দিয়েই আসবে ঐক্য ও নতুন দিন। অনবদ্য বললেও কম বলা হয়।