সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,047
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


দেশকথা

কৌশিক গাঙ্গুলি 



ভাবনাগুলো ওলটপালট 

স্বপ্নগুলো হারিয়ে যায় , 

লোভেই শেষ হয়ে যায় বিবেক 

ধান্দায় শেষ হয়ে যায় সততা । 

লজ্জা সাজানো জিনিস তা দরকারে ব্যাবহার করে ন্যাকারা 

দুর্ভাগাদের বেঁচে থাকার অধিকার নেই , তারা মরে বাঁচে ।

 সৌজন্যবোধ ভোগে চলে গেছে , চলে গেছে মানবাধিকার । 

ভদ্র আর দুর্বলরা শোষিত । 

ধর্ষক পুরুষ ও কামুক নারীরা জোট বেধেছে সভ্যতার বিরুদ্ধে  , চারিদিকে বেশ্যাখানা , ভাড়াটে বুদ্ধিজীবি আর সন্ত্রাসবাদী । 

দাদাগিরির যুগ এখন দলবেঁধে 

, কেড়ে খাওয়ার সময় এখন হায়নাদের । 

মহামারী শেষ করে দিচ্ছে রসদ । অর্থ , রাজনৈতিক চাপ ও দুনম্বরীদের উত্থানে অসস্তিতে প্রশাসন , বিকিয়ে যাচ্ছে বোধ ।

অসুস্হ শরীর নিয়ে কবি লিখে যাচ্ছে মরণের আগে , যে কথা বলার ছিল তা হয়নি বলা , যে লেখা লেখার ছিল তা হয়নি লেখা । সব শাসকের চরিত্র এক , সবাই মহান , সবাই স্বৈরাচারী , পথ ভুলে যায় পথচারী । ব্যাকরণ ভুলে যায় পন্ডিতেরা । চায়ের দোকানে বাতেলার ফুলঝুরি এবং মিডিয়া বিক্রি হয় বিজ্ঞাপন ও ক্ষমতার কাছে । বিভ্রান্ত মানুষ ভুল বকে আর ভুল করে বারবার , 

এ ভুল যে আমাদের মিথ্যা স্বাধীনতার । দেশ ধুঁকছে অর্থনৈতিক চাপে আর মানুষ ধুঁকছে মানুষেরই পাপে । 

আগুন জ্বলছে সীমান্তে , বাজারে , পেটের খিধেতে । 

ফাঁটা মাটি কিংবা বণ্যার জলে ধ্বংসের পূর্বাভাস , জীবন অস্হির , কবি লিখে চলে সময়ের ইতিহাস । 


0 comments: