সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
কৌশিক গাঙ্গুলি
ভাবনাগুলো ওলটপালট
স্বপ্নগুলো হারিয়ে যায় ,
লোভেই শেষ হয়ে যায় বিবেক
ধান্দায় শেষ হয়ে যায় সততা ।
লজ্জা সাজানো জিনিস তা দরকারে ব্যাবহার করে ন্যাকারা
দুর্ভাগাদের বেঁচে থাকার অধিকার নেই , তারা মরে বাঁচে ।
সৌজন্যবোধ ভোগে চলে গেছে , চলে গেছে মানবাধিকার ।
ভদ্র আর দুর্বলরা শোষিত ।
ধর্ষক পুরুষ ও কামুক নারীরা জোট বেধেছে সভ্যতার বিরুদ্ধে , চারিদিকে বেশ্যাখানা , ভাড়াটে বুদ্ধিজীবি আর সন্ত্রাসবাদী ।
দাদাগিরির যুগ এখন দলবেঁধে
, কেড়ে খাওয়ার সময় এখন হায়নাদের ।
মহামারী শেষ করে দিচ্ছে রসদ । অর্থ , রাজনৈতিক চাপ ও দুনম্বরীদের উত্থানে অসস্তিতে প্রশাসন , বিকিয়ে যাচ্ছে বোধ ।
অসুস্হ শরীর নিয়ে কবি লিখে যাচ্ছে মরণের আগে , যে কথা বলার ছিল তা হয়নি বলা , যে লেখা লেখার ছিল তা হয়নি লেখা । সব শাসকের চরিত্র এক , সবাই মহান , সবাই স্বৈরাচারী , পথ ভুলে যায় পথচারী । ব্যাকরণ ভুলে যায় পন্ডিতেরা । চায়ের দোকানে বাতেলার ফুলঝুরি এবং মিডিয়া বিক্রি হয় বিজ্ঞাপন ও ক্ষমতার কাছে । বিভ্রান্ত মানুষ ভুল বকে আর ভুল করে বারবার ,
এ ভুল যে আমাদের মিথ্যা স্বাধীনতার । দেশ ধুঁকছে অর্থনৈতিক চাপে আর মানুষ ধুঁকছে মানুষেরই পাপে ।
আগুন জ্বলছে সীমান্তে , বাজারে , পেটের খিধেতে ।
ফাঁটা মাটি কিংবা বণ্যার জলে ধ্বংসের পূর্বাভাস , জীবন অস্হির , কবি লিখে চলে সময়ের ইতিহাস ।
0 comments:
Post a Comment