সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
এই বসন্তে, ভালোবাসার চিঠি
সুনির্মল বসুর
সেও ছিল এক বসন্ত দিন,
সকাল বেলার সোনালী রোদ্দুরে কৃষ্ণচূড়ার রঙ বাহার, আগুনরাঙা আকাশ ভালবাসার কথাই বলছিল,
ঢেউ ঢেউ কেশ দুলিয়ে শিথিল পায়ে-পায়ে তুমি এসেছিলে,
ভালোবাসা এসেছিল, সে আমার প্রথম প্রেম,
অনুরাধা,
স্বপ্নের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা তখন সপ্তসিন্ধু পার,
তোমাকে না পেলে, আমি মরে যাবো, সেদিন বলেছিলে তুমি,
প্রথম প্রেমে প্রথম দিনে সেই আমার মিথ্যের সঙ্গে সহবাস,
কাঠ বেকার ছেলেকে বিয়ে করার মতো অঙ্কে ভুল তুমি করোনি,
তুমি আমায় চাওনা, এটা বুঝে নিতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল,
বছরগুলো সাঁই সাঁই বাতাসের মতো দৌড়ে পেছনে সরে গেল,
আজ আবার বসন্ত এসেছে, কৃষ্ণচূড়ার গাছ লালে লাল,
রোদনভরা এ বসন্ত আজও আমাকে প্রথম ভালবাসার দিনে ফিরিয়ে নিয়ে যায়,
বেজায় সুখী গৃহিণী তুমি এখন তুমি,
ভালোবাসা তোমার কাছে একটা সাপলুডু খেলা,
আমি কিন্তু বসন্ত দিনে দখিনা বাতাস বয়ে গেলে, গাছ থেকে ঝরে পড়া কৃষ্ণচূড়ার বৃষ্টিতে
আজও ভিজি,
পবিত্র বসন্ত শুচিতা নিয়ে আসে, ভালোবাসা আজও সেদিনের মতোই জেগে আছে,
চিরদিন জেগে থাকবে,
যে ভালোবাসার মর্ম বোঝে নি কোনোদিন,
এই বসন্ত তার জন্য কখনো আর ভালোবাসার চিঠি পাঠাবে না।
0 comments:
Post a Comment