সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,047
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

তিরঙ্গা

    শ্যামাপ্রসাদ লাহা


ট্রেন চলে গেছে অনেকক্ষণ

স্টেশনের ঘাসে ঢাকা পাথুরে চাতালে

রক্তকরবী ফুটেছে আজ; বুড়ো নিমের

ডালে ঝুলে আছে এক খন্ড সাদা মেঘ

টিকিট ঘরে অস্পষ্ট ভগৎ সিং ঝুলে আছে

টিকটিকি আর মাকড়সার দখলে; স্বদেশ

নামের ছেলেটি মাটির ভাঁড়ে চা ঢালছে ঐ

নির্বাক নেতাজি পাথর হয়ে দাঁড়িয়ে আছে

দু'নম্বর প্ল্যাটফর্মের ঈশান কোণে; একটা 

কাক বাঘ নখে চেপে ধরেছে নেতাজির-

আঙ্গুল;দিল্লী সে তো অনেক দূর! সামনেই

চিত্তরঞ্জন পল্লী; প্রফুল্ল ক্ষুদিরাম একসাথে

এখানে ফেরি করে প্লাস্টিকের বাসন।

মাতঙ্গিনী মুড়ি ভাজে বাবুদের কলে;

তারপর সন্ধে আসে নেমে স্বাধীনতার

ছদ্মবেশে; তিরঙ্গার বয়স এখন পঁচাত্তর;

চোখে চালসে পড়েছে; লাঠিটাই তাই সম্বল

নুয়ে পরা কোমরটাকে সোজা রাখতে।

এই কে আছিস ইস্পাত নিয়ে দাঁড়া

নির্জন স্টেশনে একা মাস্টারদার মতো 

একা তুলে নিতে আত্মদানের তিরঙ্গা আর

আমার উৎপীড়িত বঞ্চিত উপেক্ষিত

লাঞ্ছিত স্বদেশ; প্রত্যাবর্তনের কোনওএক

জালিয়ানওয়ালাবাগের বিকেলে কিংবা

বুড়িবালামের তীরে রক্তনদী বয়ে গেলেও।





0 comments: