সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
অঙ্কনঃ আদৃত চক্রবর্ত্তী |
এবার পুজোয়
সমাপ্তি সামন্ত
এবার পুজোয় মায়ের কাছে
একটা জিনিস চাই,
পড়ায় ফাঁকি দিয়েও যেন
অনেক নম্বর পাই ।
বাবা-মায়ের বকুনিটা
শুনতে কষ্ট হয়,
সকাল-বিকাল পড়তে বসা
কোন শাস্ত্রে কয়?
টিউশনি আর পড়ার চাপে
কোথায় যাবো ভাই,
ক্রিকেট খেলবো মনের সুখে
আর কিছু না চাই ।
খেলার মাঠে স্বপ্ন ডাকে
লক্ষ্য আমার স্থির,
কেমন করে বোঝাই মাকে
আমি খেলার বীর ।
ক্রিকেট খেলার জাতীয় দল
ডাকবে আমার নাম,
সেদিন তোমার এই ছেলেরই
দেবে সবাই দাম ।
পড়ার বইয়ে পাই না খুঁজে
জীবনের এই সুখ,
ক্রিকেট খেলে উজ্জ্বল করবো
আমি দেশের মুখ ।
দুগ্গা মাগো এবার তুমি
করিয়ে দাও পাশ,
এই নরাধম থাকবে তোমার
হয়ে কেনা দাস ।
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment