সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
মৃত স্বপ্নেরা
পাপিয়া সাধুখাঁ
ওদের সাথে দুরত্ব অনেকটা কমে এসেছে
অনেক বেশি আপন হয়ে উঠেছে কদিনেই
এখন ওরা আমার নির্ঘুম রাতে সাথী
কারা যেন বলত আমি একা?
আমার জন্য থরে থরে সাজানো আছে ওদের ছায়ামূর্তি
পেন্ডুলামের কাঁটায় হেসে বা কেঁদে ওঠে ওরা
আমার নির্ঘুম রাত.....
অজস্র সমমূর্তির শব,
কফিনের গায়ে আলগা পেরেক
কিছু কথাও ব্রাকেট বন্দী....
কখনো পিচঢালা কখনো সেই কাদামাটি
ভাঙা আরশিতে দেখা টুকরো টুকরো আমি
বাসস্টপ থেকে ট্রামডিপো....
মাটির ভাঁড়ে আদিম উতপ্ত ধোঁয়া
একরাশ বিরহের মাঝে রহস্যের তুতানখামেন
আর কিছু মোহময়ী ভঙ্গিমা.....
ছাদের কার্নিশ থেকে ঝুলে পড়া রোদ্দুরে
নাটোরে বনলতা সেনের ধূসর আঁচল.....
একটি শ্বেত অশ্ব ছুটে চলে ঊর্ধশ্বাসে,
জানে যজ্ঞের আগুন আছে প্রতীক্ষায়!
বালি ঝড়ে ঢেকে যায় নব্বইয়ের স্মৃতিগুলি!
থেকে থেকে ভাল্লুকে জ্বর আর বিবর্ণ ভিঞ্চির লাস্যময়ী......
দূর থেকে দূরে সরে যায় ট্রামগুলি!
তবু ওদের সাথে বন্ধুত্ব অমলিন.....
চোখের পাতায় সাজিয়ে রাখে জীবন!
বাধা ঝটপটিয়ে ছুটে আসে মধ্যরাতের কুহেলিকা হয়ে.....
অশত্থের ডালে তখন বাসা বাঁধে প্রেম!
পড়ন্ত বিকেলের মত অতৃপ্ত যৌবন,
তখন ওদের সাথেই পরকীয়ায় মাতে!
ওরা আগুন পাখির মত ঝাঁপ দেয়.....
আমার চোখেমুখে, বুকে-চিবুকে, শরীরে!
0 comments:
Post a Comment