সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

  মৃত স্বপ্নেরা

পাপিয়া সাধুখাঁ




ওদের সাথে দুরত্ব অনেকটা কমে এসেছে

অনেক বেশি আপন হয়ে উঠেছে কদিনেই

এখন ওরা আমার নির্ঘুম রাতে সাথী

কারা যেন বলত আমি একা?



আমার জন্য থরে থরে সাজানো আছে ওদের ছায়ামূর্তি

পেন্ডুলামের কাঁটায় হেসে বা কেঁদে ওঠে ওরা


আমার নির্ঘুম রাত.....

অজস্র সমমূর্তির শব,

কফিনের গায়ে আলগা পেরেক

কিছু কথাও ব্রাকেট বন্দী....


কখনো পিচঢালা কখনো সেই কাদামাটি

ভাঙা আরশিতে দেখা টুকরো টুকরো আমি

বাসস্টপ থেকে ট্রামডিপো....

মাটির ভাঁড়ে আদিম উতপ্ত ধোঁয়া

একরাশ বিরহের মাঝে রহস্যের তুতানখামেন

আর  কিছু মোহময়ী ভঙ্গিমা.....


ছাদের কার্নিশ থেকে ঝুলে পড়া রোদ্দুরে

নাটোরে বনলতা সেনের ধূসর আঁচল.....

একটি শ্বেত অশ্ব ছুটে চলে ঊর্ধশ্বাসে,

জানে যজ্ঞের আগুন আছে প্রতীক্ষায়!



বালি ঝড়ে ঢেকে যায় নব্বইয়ের স্মৃতিগুলি!

থেকে থেকে ভাল্লুকে জ্বর আর বিবর্ণ  ভিঞ্চির লাস্যময়ী......

দূর থেকে দূরে সরে যায় ট্রামগুলি!


তবু ওদের সাথে বন্ধুত্ব অমলিন.....

চোখের পাতায় সাজিয়ে রাখে জীবন!

বাধা ঝটপটিয়ে ছুটে আসে মধ্যরাতের কুহেলিকা হয়ে.....

অশত্থের ডালে তখন  বাসা বাঁধে প্রেম!



পড়ন্ত বিকেলের মত অতৃপ্ত যৌবন,

তখন ওদের সাথেই পরকীয়ায় মাতে!

ওরা আগুন পাখির মত ঝাঁপ দেয়.....

আমার চোখেমুখে, বুকে-চিবুকে, শরীরে!

0 comments: